পুরস্কার দিলেন অভিষেক ডালমিয়া।
জাতীয় ক্রিকেট ক্লাব ও ক্রিকেট দর্পণের যৌথ উদ্যোগে আন্তঃ জেলা সিনিয়র ক্রিকেট প্রতিযোগিতায় আয়োজন করা হয়েছিল অশোকনগরে। ওই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল আলিপুরদুয়ার। চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দিলেন অভিষেক ডালমিয়া।
আলিপুরদুয়ার, দার্জিলিং কালিংপং, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম এই প্রতিযোগিতায় অংশ নেয়। পাশাপাশি এই পাঁচ জেলা থেকে তিনজন করে ক্রিকেটার নিয়ে তৈরি হয় সম্মিলিত একাদশ। আলিপুরদুয়ার ও হলদিয়াতে লিগের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছিল। ফাইনাল ম্যাচটি হয় অশোকনগরে।
প্রতিযোগিতায় রানার্স ট্রফি পেয়েছে কম্বাইন্ড ইলেভেন। ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে দার্জিলিং জেলা দল। প্রতিযোগিতায় সেরা ব্যাটার নির্বাচিত হয়েছেন শুভদীপ শর্মা (আলিপুরদুয়ার) ও সেরা বোলার হয়েছেন ফুর্গেল হেমব্রম(ঝাড়গ্রাম)।