• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

অঘটন ঘটিয়ে দক্ষিণ অফ্রিকাকে হারিয়ে দিল নেদারল্যান্ডস

বিশ্বকাপে দ্বিতীয় অঘটন। 

বিশ্বকাপে ফের অঘটন। তাও তিন দিনের মাথায় ! রসিদ খানরা ইংল্যান্ডকে হারিয়ে চমক দিয়েছিল। এবার চমক দিল নেদারল্যান্ডস। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দক্ষিণ  অফ্রিকাকে হারিয়ে দিল ডাচরা। নেদারল্যান্ডসের ২৪৫ রানের জবাবে দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হল ২০৭ রানে। 

জয়ের জন্য ২৪৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে দক্ষিণ আফ্রিকা। ৩১ বলে ১৬ রান করে আউট হয়ে যান বাভুমা। অন্য ওপেনার কুইন্টন ডিককও রান পেলেন না ধর্মশালার ২২ গজে। ২২ বলে ২০ রান করলেন তিনি। এ্ররপর শেষ পর্বে হেনরিক ক্লাসেন (২৮) এবং ডেভিড মিলার (৪৩) জুটিতে তুললেন ৪৫ রান। তার আগে ৪৪ রানেই ৪ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত ২০৭ রানে থেমে যায় দক্ষিণ অফ্রিকা। 

     

বিজ্ঞাপন

Goto Top