চার বছর পরে মধুর প্রতিশোধ।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে দিল নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৮২ রান তোলে ইংল্যান্ড। জবাবে মাত্র ১ উইকেটে ২৮৩ রান তুলে নেয় কিউইরা।
ডেভন কনওয়ে অপরাজিত ১৫২ রান করেন। পাশাপাশি রচিন রবীন্দ্র অপরাজিত ১২৩ রান করেন নিউজিল্যান্ডের হয়ে। মুলত এই দুই ব্যাটারই কিউইদের জিতিয়ে দেন বিশ্বকাপের প্রথম ম্যাচ।