৪৬ রান দিয়ে ৬ উইকেটে নিলেন বাংলার পেসার মুকেশ কুমার।
অস্ট্রেলিয়ায় ৬ উইকেটের আগুনে স্পেল মুকেশের, ১৯৫ রানে অল আউট হ্যারিসরা। শুক্রবার বেসরকারী টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে কুইন্সল্যান্ডের ম্যাককাইয়ে ৪৬ রান দিয়ে ৬ উইকেটে নিলেন বাংলার পেসার মুকেশ কুমার।
ভারতীয় এ দলের অপর পেসার প্রসিধ কৃষ্ণা নিলেন ৩টি উইকেট। একটি উইকেট নেন নীতীশ রেড্ডি। মুকেশের আগুনে স্পেলে অজি এ দল ১৯৫ রানে অল আউট হয়ে যায়। অজি এ দলে মার্কস হ্যারিস, ক্যামেরন ব্যানক্রফট-দের মত জাতীয় দলে খেলা তারকা ব্যাটাররা রয়েছেন। সঙ্গে রয়েছে অধিনায়ক নাথান ম্যাকসুইনি, বিউ ওয়েবস্টার, জোস ফিলিপের মত প্রতিশ্রুতিমান ব্যাটাররা। বেশ শক্তিশালী ব্যাটিং লাইন আপ মুকেশের সামনে ভেঙে পড়ে। অজিদের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে প্রসিধ কৃষ্ণা, নীতীশ রেড্ডি-রা সুযোগ পেলেও জায়গা হয়নি মুকেশের। কিন্তু এদিন তাদের ছাপিয়ে গেলেন মুকেশ।
১৩৬ রানে ৭ উইকেট পড়ে গিয়েছেল অজি এ দলের, সেখান থেকে শেষের দিকে টড মারফি ৩৩ রানের ইনিংস খেলে দলের রানকে দুশোর কাছাকাছি নিয়ে যান। অজি এ দলের পক্ষে সর্বোচ্চ রান করেন অধিনায়ক ম্যাকসুইনি (৩৯)।
৮৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলে নেমে ঋতুরাজ গায়কোয়েড়ের নেতৃত্বে খেলা ভারতীয় দল ৩০ রানের মধ্যে দলের দুই ওপেনারকে হারিয়েছে। শুরুতেই আউট হন ঋতুরাজ (৫), এরপর দুর্ভাগ্যজনকভাবে রান আউট হন অভিমন্যু ঈশ্বরণ (৫)। প্রসঙ্গত, প্রথম ইনিংসে ৭ রানে আউট হন বাংলার ঈশ্বরণ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত এ দলের রান দুই উইকেটে ১৫৯। ক্রিজে রয়েছেন সাই সুদর্শন (৬৮) ও দেবদত্ত পারিক্কাল (৬২)। ভারত এগিয়ে ৭১ রানে।