• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান

সাত উইকেটে জয় বাবরদের। 

টি-২০ বিশ্বকাপে সত্যিই চমক দিচ্ছে পাকিস্তান।বুধবার সিডনিতে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে টুর্নামেন্টে অন্যতম সেরা দল নিউজিল্যান্ডকে কার্যত উড়িয়ে দিল পাকিস্তান।বাবর আজমরা জিতল সাত উইকেটে।ফলে নির্ধারিত ২০ ওভারে উইকেটে ১৫২ রানে শেষ হয় নিউজিল্যান্ডের ইনিংস।

 ১৫৩ রান তাড়া করতে গিয়ে ওপেনিং জুটিতেই পাকিস্তান পৌঁছে যায় ১০৫ রানে। ব্যক্তিগত ৫৩ রানে বাবর আউট হওয়ার পরও নিউজিল্যান্ড আর সেভাবে চাপ তৈরি করতে পারেনি। ফলে শেষপর্যন্ত বল বাকি থাকতে উইকেট খুইয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। বাবরের পাশাপাশি রিজওয়ান ৫৭ রান করেন।

 

     

বিজ্ঞাপন

Goto Top