• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

পাঞ্জাবের কাছে হার মুম্বইয়ের

বৃথা গেল সূর্যকুমার ও গ্রিনের লড়াই। 

শেষ ওভারে আর্শদীপ সিংয়ের দুরন্ত বোলিং। তাতেই ঘরের মাঠে ১৩ রানে হারতে হল মুম্বই ইন্ডিয়ান্সকে। পরপর দু’বলে পাঞ্জাবের বাঁ-হাতি বোলার আউট করলেন তিলক বর্মা ও নেহাল ওয়াধেরাকে। 

প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২১৪ রান তোলে পাঞ্জাব। জবাবে মু্ম্বই করল ৬ উইেকটে ২০১। ৪৩ বলে ৬৭ রানের ইনিংস খেলেনে গ্রিন। এছাড়া মুম্বইয়ের সূর্যকুমার যাদব ২৬ বলে ৫৭ রান করেন। তবুও দলকে জেতাতে পারেননি। 

     

বিজ্ঞাপন

Goto Top