লখনউকে ৮ উইকেটে হারিয়ে দিল তারা।
লখনউকে ৮ উইকেটে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করল পঞ্জাব কিংস।
এদিন টসে জিতে বোলিং নেন পঞ্জাব নেতা শ্রেয়স আয়ার। মার্করাম ২৮ রান করলেও, অপর ওপেনার মিচেল মার্শ শূন্য রানে ফেরেন। ব্যর্থ অধিনায়ক ঋষভ পন্থও। তবে নিকোলাস পুরান ৩০ বলে ৪৪ রান করেন। শেষ পর্বে আয়ুষ বাদোনি ৩৩ বলে ৪১ রান করেন। আব্দুল সামাদ ১২ বলে ২৭ রান করেন। ২০ ওভারে ৭ উইকেটে ১৭১ রান করে লখনউ। আর্শদীপ তিন উইকেট নেন। জবাবে প্রিয়ানশ আরিয়া ৮ রানে ফিরলেও, অপর ওপেনার প্রভসিমরন সিং ৩৪ বলে ৬৯ রানের ইনিংস খেলে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। বাকি কাজটি শ্রেয়স (৩০ বলে ৫২) ও নেহাল ওয়াধেরা (২৫ বলে ৪৩) করেন। ১৬.২ ওভারে জয়ের রান তুলে নেয় পঞ্জাব।