• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

ঝুলনদের দিনরাতের টেস্ট অমীমাংসিত

ম্যাচের সেরা মান্ধানা

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

৪ অক্টোবর, ২০২১

প্রত্যাশামতোই ফয়সলা হল না পিঙ্ক বল টেস্টের। অমীমাংসিতই থেকে গেল ভারতীয় মহিলাদের প্রথম দিন-রাতের টেস্ট। প্রথম দিন অধের্কের বেশি সময় বৃষ্টিতে ধুয়ে যাওয়া এই ড্রয়ের প্রধান কারণ।

প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ৩৭৭ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয় মিতালি রাজ অ্যান্ড কোং। কেরিয়ারের প্রথম শতরান হাঁকিয়ে ইতিহাসের পাতায় নাম তোলেন স্মৃতি মান্ধনা। জবাবে দ্বিতীয় ইনিংসে ঝুলন গোস্বামী এবং পূজা বস্ত্রকারের আগুনে পেসের সামনে তৃতীয় দিনের শেষে চার উইকেট খুইয়ে বসেন অস্ট্রেলিয়ার মেয়েরা।

রবিবার ম্যাচের চতুর্থ তথা শেষ দিনে সেখান থেকেই শুরু করেন অজিরা। ২৪১ রানে ৯ উইকেট হারিয়ে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেয় অস্ট্রেলিয়া। চার নম্বরে ব্যাট করতে নেমে এলিসা পেরি ৬৮ রান করে অপরাজিত থাকেন। এছাড়া গার্ডনার করেন ৫১ রান।

ভারতের হয়ে পূজা সর্বোচ্চ তিনটি উইকেট দখল করেন। ঝুলন, মেঘনা সিং এবং দীপ্তি শর্মা পান দুটি করে উইকেট। ব্যাট হাতেও প্রথম ইনিংসে ৬৬ রান করেন দীপ্তি।

১৩৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারতীয় মহিলা দল। প্রথম ইনিংসে ৩১-এর পর এই ইনিংসে অর্ধশতরান করেন শেফালি বর্মা। ৫২ রান করে আউট হন তিনি। শতরানকারী স্মৃতির ব্যাট থেকে আসে ৩১ রান। তিন নম্বরে নেমে যশতিকা ভাটিয়ে মাত্র তিন রানে প্যাভিলিয়নে ফেরেন। পুনম রাউত অপরাজিত থাকেন ৪১ রানে। তিন রান করে অপরাজিত থাকেন দীপ্তি।

উইকেট হারিয়ে ১৩৫ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারতের প্রমীলা বাহিনী। অর্থাৎ অজিদের সামনে জয়ের জন্য ২৭২ রানের লক্ষ্যমাত্রা দেয় তারা। অন্যদিকে ভারতের জয়ের জন্য প্রয়োজন দশটি উইকেট। তবে দুটিই কার্যত অসম্ভব ছিল। কারণ, তখন ম্যাচের বাকি ছিল মাত্র ১৫ ওভার।

দিনের শেষে ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩৬ রান তোলে ভারতের মেয়েরা। একটি করে উইকেট নেন ঝুলন ও পূজা। সফরের শুরুতেই তিন ম্যাচের ওডিআই সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে ভারত। একমাত্র পিঙ্ক বল টেস্টের পরিণতি হল ড্র। এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুদল। আগামী ৭ অক্টোবর প্রথম ম্যাচে মুখোমুখি হবেন ভারত ও অস্ট্রেলিয়ার মেয়েরা।

     

বিজ্ঞাপন

Goto Top