‘বিশ্বকাপে ভারতকে প্রথম হারানোয় গর্ব হচ্ছে’
অলিভিয়া গোমস
দুবাই, ২৫ অক্টোবর, ২০২১
৩১ রানে তিন উইকেট নিয়ে পাকিস্তানকে জয় পেতে সাহায্য করেছেন। পাকিস্তানের জোরে বোলার শাহিন শাহ আফ্রিদির এই তিন শিকারের মধ্যে রয়েছেন ভারতীয় টপ অর্ডারের তিন সেরা ব্যাটসম্যান কে এল রাহুল, রোহিত শর্মা ও বিরাট কোহলি। পাকিস্তানের পেস বোলার অবশ্য এই এ সব নিয়ে মাথা ঘামাতে চান না। বরং ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নিতে এসে সাংবাদিকদের বললেন, ‘‘বিশ্বকাপে এই প্রথম ভারতকে হারালাম। ভাবলেই গর্ব হচ্ছে। জানতাম এ বার ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে আমরা ভালই করব। তবে তার জন্য আমাকে ভারতের টপ অর্ডারকে দ্রুত প্যাভিলিয়নে ফেরাতে হবে। আর সেটা করা গিয়েছে।’’ শাহিন আরও বলেন, ‘‘চেয়েছিলাম বল বেশি শুরু করুক। কিন্তু দুবাইয়ের মাঠে তা বেশি হয়নি। তবে ভারতকে প্রথম ঝটকাটা দিতে চেয়েছিলাম। তাতে ১০০ শতাংশ সফল হয়েছি। আমার মতে, নতুন বলে খেলা কঠিন। তাই আমাদের ইনিংসের সময়ে বাবার আজম ও মহম্মদ রিজওয়ানকে এই কঠিন কাজটা সামলাতে হয়েছে। বিশ্বকাপে সব ম্যাচই কঠিন। আমাদের বাকি ম্যাচগুলোতে এই ফর্ম ধরে রাখতে হবে।’’