• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

প্রথম ম্যাচে হার নাইটদের, জয় লখনউয়ের

নীতিশ রানার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন। 

হার দিয়ে আইপিএল শুরু করল কলকাতা নাইট রাইডার্স। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে  পাঞ্জাবের কাছে ডাকওয়ার্থ লুইস নিয়মে ৭ রানে হেরে গেল কেকেআর। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯১ রান তোলে পাঞ্জাব। জবাবে ১৬ ওভারে ৭ উইকেটে ১৪৬ রান তোলে কলকাতা। তারপর বৃষ্টি নামে। শেষ পর্যন্ত হেরে যায় নীতিশ রানার দল।

এদিকে, শনিবার দ্বিতীয় ম্যাচে হেরে গেল দিল্লি ক্যাপিট্যালস। ,লখনউ প্রথমে ব্যাট করে ১৯৩ রান তোলে। জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রান তুলতে সক্ষম হয় দিল্লি। ৫০ রানে জয় পায় লখনউ। 

     

বিজ্ঞাপন

Goto Top