• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

সহজ জয় পঞ্জাবের

বড়ো রান শ্রেয়সের

জয় দিয়ে আইপিএল শুরু করল পঞ্জাব কিংস। অহমদাবাদের ২২ গজে শুভমন গিলের গুজরাট টাইটান্সকে ১১ রানে হারালেন শ্রেয়স আয়াররা। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২৪৩ রান করে পঞ্জাব। জবাবে গুজরাটের ইনিংস শেষ হয় ৫ উইকেটে ২৩২ রানে। পঞ্জাব জিতল ১১ রানে।

পঞ্জাবের নতুন অধিনায়ক হয়েছেন শ্রেয়স আয়ার। রেকর্ড মূল্যে তাঁকে নিলামে ছিনিয়ে নিয়েছে প্রীতি জিন্টার দল। আর সেই মূল্য চোকাতে শুরু করেছেন শ্রেয়স। দুরন্ত ব্যাটিংয়ে সকলের মন জয় করলেন তিনি। মঙ্গলবার আমেদাবাদে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন গুজরাট টাইটান্স অধিনায়ক শুভমন গিল। চতুর্থ ওভারে প্রভসিমরন সিংকে সাজঘরে ফেরান কাগিসো রাবাডা। এরপরই অপর ওপেনার প্রিয়ান্স আরিয়াকে সঙ্গে নিয়ে ইনিংসে মেরামতির কাজ শুরু করেন শ্রেয়স। অভিষেক ম্যাচে দুর্দান্ত ইনিংস উপহার দিলেন প্রিয়ান্স। ৪৩ বলে ৪৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন বাঁহাতি ওপেনার। তিনি ফেরার পর দাপটের সঙ্গে ব্যাটিং শুরু হয় শ্রেয়সের। আজমাতুল্লাহ ওমরজাই চার নম্বরে নেমে ব্যর্থ। ১৫ বলে ১৬ রান করেন এই আফগান অলরাউন্ডার। গ্লেন ম্যাক্সওয়েল তো প্রথম বলেই সাজঘরে ফেরেন লেগবিফোর হয়ে। কিন্তু শ্রেয়স থামেননি। তাঁকে সঙ্গ দেন মার্কাস স্টোইনিস। ১৫ বলে ২০ রান করেন অজি তারকা। পঞ্জাবের তিন বিদেশিকেই প্যাভিলিয়নের পথ দেখান সাই কিশোর। ৪ ওভারে ৩০ রান দিয়ে তিন উইকেট নেন তিনি। ২০ ওভারে ৫ উইকেটে ২৪৩ রান তুলেছে পঞ্জাব। শ্রেয়স অপরাজিত ৪২ বলে ৯৭ রানে। শশাঙ্ক সিং (১৬ বলে অপরাজিত ৪৪)। শেষ ওভারে একটি বলও খেলেননি শ্রেয়স।

জয়ের জন্য ২৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে একটা সময় পর্যন্ত ভাল লড়াই করলেন শুভমনেরাও। গুজরাট অধিনায়ক ভাল শুরু করলেও বড় রান পেলেন না। ১৪ বলে ২টি চার এবং ৩টি ছয়ের সাহায্যে ৩৩ রান করেন। ওপেন করতে নেমে ভাল খেললেন সুদর্শনও। আরশদীপ সিংয়ের বলে আউট হওয়ার আগে তিনি করলেন ৪১ বলে ৭৪ রান। ৫টি চার এবং ৬টি ছক্কা মারলেন। তিন নম্বরে নেমে লড়াই করলেন জস বাটলার। লক্ষ্য বড় হলেও গুজরাটের ব্যাটারদের দেখে মনে হয়নি তাঁরা চাপে ছিলেন। প্রথম থেকেই রান তোলার গতি বজায় রেখেছিলেন ধারাবাহিক ভাবে। ১৪তম ওভার পর্যন্ত রান তোলার গতি বজায় রেখেছিলেন ব্যাটারেরা। চার নম্বরে নেমে চালিয়ে খেললেন ইমপ্যাক্ট প্লেয়ার শার্ফেন রাদারফোর্ডও। কিন্তু তিনি আটকে গেলেন পঞ্জাবের ইমপ্যাক্ট প্লেয়ার বিজয়কুমার বৈশাখের বলে। ১৫তম ওভারে বল করতে এসে ম্যাচের গতি ঘুরিয়ে দিলেন বৈশাখ। শেষ দিকে ভাল বল করলেন মার্কো জানসেনও। বাটলার করলেন ৩৩ বলে ৫৪ রান। ৪টি টার এবং ২টি ছয় মারেন তিনি। বাটলার আউট হওয়ার পর গুজরাটের জয়ের আশা প্রায় শেষ হয়ে যায়। রান পেলেন না রাহুল তেওতিয়া। রাদারফোর্ড করলেন ২৮ বলে ৪৬ রান। মারলেন ৪টি চার এবং ৩টি ছক্কা। শেষে অপরাজিত থাকলেন শাহরুখ খান (৬) এবং আর্শাদ (১)। 

     

বিজ্ঞাপন

Goto Top