• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

পাকিস্তানের কাছে পর্যুদস্ত হওয়ার পরে বিরাটদের দল নিয়ে প্রশ্ন

কেন নেই অশ্বিন?

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

২৫ অক্টোবর, ২০২১

বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম হার ভারতের। বাবর আজমদের বিরুদ্ধে ১০ উইকেটে লজ্জাজনক হার হজম করতে হল টিম ইন্ডিয়াকে।

টস জিতে বিরাট কোহলিদের ব্যাট করতে পাঠিয়েছিলেন বাবর। কিন্তু শাহিন শাহ আফ্রিদির (৩/৩১) দুরন্ত বোলিং-এ শুরুতেই কেঁপে যায় টিম ইন্ডিয়ার টপ অর্ডার। রোহিত শর্মা (০), কে এল রাহুল (৩) ও বিরাট কোহলি (৫৭) তিনজনেই তাঁর শিকার। মিডল অর্ডারে কোহলি ও ঋষভ পন্থ (৩৯) ছাড়া কেউ দাঁড়াতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে ১৫১/৭-এর বেশি তুলতে পারেনি ভারত।

বাবর আজম (৬৮ অপরাজিত) ও মহম্মদ রিজওয়ান (৭৯ অপরাজিত) ভারতীয় বোলারদের কোনও সুযোগই দেননি। ১৩ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।

ম্যাচের পরে ভারতের দলগঠন নিয়ে সমালোচনা তুঙ্গে। কেন ফর্মে থাকা রবিচন্দ্রন অশ্বিনকে পাকিস্তানের বিরুদ্ধে খেলানো হল না তা নিয়ে প্রশ্ন উঠছে। অশ্বিনের জায়গায় যে বরুণ চক্রবর্তীকে নিয়ে গত কয়েক দিন ধরে ভারতীয় টিম ম্যানেজমেন্ট মাতামাতি করেছে, সেই বরুণ ম্যাচে চার ওভার বল করে ৩৩ রান দিয়ে কোনও উইকেট পাননি। কোনও ভ্যারিশেনও ছিল না তার বলে। সে ক্ষেত্রে কেন অশ্বিনকে বাদ দিয়ে বিরাট দল নামাতে পারলেন তা নিয়ে প্রশ্ন উঠছে। এ ছাড়াও আইপিএলের সময়ে চোট পাওয়ায় যে হার্দিক পান্ডিয়াকে তাঁর দল মুম্বই ইন্ডিয়ান্স খেলাতে সাহস পায়নি। সেই হার্দিকই ঢুকে গিয়েছেন ভারতীয় দলে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে চোট পাওয়ার পরে তার বাকি ম্যাচগুলোতে খেলা নিয়েও জিজ্ঞাসা বাড়ছে। সে ক্ষেত্রে কেন তাঁকে দলে নেওয়া হয়েছিল। কেন শার্দূল ঠাকুরকে নয়? যদিও হার্দিক ফের চোট পাওয়ায় শার্দূলের দলে ঢোকার সম্ভাবনা বাড়ছে। প্রশ্ন উঠছে, ঋষভ পন্থের অবিবেচকের মতো শট নিয়ে আউট হওয়া নিয়েও। বার বারই একই ভুল করতে দেখা যাচ্ছে দিল্লির এই উইকেটকিপার-ব্যাটসম্যানকে।

     

বিজ্ঞাপন

Goto Top