কোচের কথা অনুযায়ী ভয়ডরহীন ক্রিকেট খেলে রানের ফেরার চেষ্টা রাহানের
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক। ২৯ মার্চ
দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে রান হননি। কিন্তু আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নেমেই ৩৪ বলে ৪৪ রান করেছেন সেই অজিঙ্ক রাহানে।
তাঁর খেলার এই পরিবর্তন সম্পর্কে রাহানে বলছেন, কোচ ব্রেন্ডন ম্যাকালামের ভয়ডরহীন ক্রিকেট খেলার পরামর্শ মেনেই এই সাফল্য তাঁর। সাংবাদিকদের রাহানে বলেছেন, ‘‘প্রথম ম্যাচেই সিএসকে-কে হারানোয় শুরুটা ভালই হয়েছে। এই সাফল্য দলের প্রত্যেকের। দলের সদস্যদের জন্য ব্রেন্ডনের বার্তা ছিল, ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে। দলের প্রত্যেককে ব্যক্তিগত ভাবে মোটিভেশন দিয়েছে ম্যাকালামই। যেমন আমাকে বলা হয়েছিল ক্রিজে গিয়ে নিজের স্বাভাবিক খেলা উপভোগ করো। বেশি চিন্তাভাবনা করার দরকার নেই।’’