• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

আজ আইপিএল ফাইনালে বৃষ্টির পূর্বাভাস !

চিন্তায় ক্রিকেট ভক্তরা। 

 আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটানস এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে আইপিএল ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। তবে বৃষ্টি ভক্তদের আশা নষ্ট করে দিতে পারে বলে আশা করা হচ্ছে। আবহাওয়া পূর্বাভাস তো তেমনই ইঙ্গিত দিচ্ছে।

আমদাবাদের আবহাওয়ার ধরণ বদলে যাচ্ছে এবং রবিবার সন্ধ্যায় আইপিএল ফাইনালের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে আইপিএল ২০২৩-এর ফাইনাল ম্যাচ যদি বৃষ্টিতে ভেসে যায়, তাহলে কোন দল চ্যাম্পিয়ন হবে, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। আইপিএল ২০২৩ এর ফাইনাল শুরু হবে সন্ধ্যা ৭.৩০ মিনিটে। এমন পরিস্থিতিতে, কাট অফ টাইম হবে কমপক্ষে ১১:৫৬ মিনিট পর্যন্ত। দুই দল পাঁচ ওভার পেতে পারে। অন্যদিকে, যদি ম্যাচটি শুরু হয় ৮ টায়, তবে কাট অফ টাইম হবে ১২:২৬ পর্যন্ত। এই সময় পর্যন্ত আম্পায়াররা পাঁচ ওভারের জন্য অপেক্ষা করবেন। কাট অফ সময়ের পরেও বৃষ্টি অব্যাহত থাকলে আম্পায়াররা সুপার ওভারে যাবেন। অন্যদিকে, সুপার ওভারের জন্য সময় না থাকলে লিগ পর্বের পয়েন্ট টেবিলের ভিত্তিতে চ্যাম্পিয়ন দল নির্ধারণ করা হবে।

     

বিজ্ঞাপন

Goto Top