আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ক্যান্ডিতে ৯৪ শতাংশ বৃষ্টির সম্ভাবনা ছিল। এদিন ভারতের ইনিংসে শুরুর দিকে বার দুই সামান্য বিঘ্ন ঘটেছিল বটে। কিন্তু সেটা বিশেষ কিছু নয়। উপরন্তু একটা সময় ঝলমলে আকাশও দেখা যায়। তাতে আশাও জেগেছিল। কিন্তু বেলা বাড়তেই সেই সব আশায় জল পড়ে গেল। ভারতের ইনিংস ঠিকমতোই শেষ হয়েছিল। হার্দিক পাণ্ডিয়া এবং ঈশান কিশাণের দুর্দান্ত অর্ধশতরানে ভর করে ভারত ২৬৬ রানও করল। কিন্তু ভারতের ইনিংস শেষ হতেই শুরু হয়ে গেল বৃষ্টি। আর খেলা হয়নি।
এদিন ৫০ ওভার খেলতেও পারলেন না ভারতীয় ব্যাটাররা। ইনিংস শেষ হল ৪৮ ওভার ৫ বলে। ১০টি উইকেটই তুললেন পাক পেসাররা। ৪ উইকেট পেলেন শাহিন, ৩টি করে উইকেট পেলেন রউফ এবং নাসিম শাহ।