বৃথা গেল অজিঙ্কা রাহানে- নারিনদের লড়াই।
শুরুতে অজিঙ্কা রাহানে সুনীল নারিনদের দাপট দেখা গেলেও শেষ পর্বে বাজিমাত করল আরসিবি। ৭ উইকেটে ম্যাচ জিতে তারা। দেখা গেল কিং কোহলির দাপট। অপরাজিত ৫৯ রান করে আরসিবিকে জিতিয়ে দিলেন বিরাট।
অনুষ্ঠানের জন্য টস সামান্য দেরিতেই হয়। টসে জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এবারের অধিনায়ক রজত পাটিদার প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। শুরুটা দেখে মনে হচ্ছিল, দাপট দেখাবে আরসিবিই।
প্রথম তিন ওভারে ৯ রানে এক উইকেট কেকেআরের। কুইন্টন ডি’কক একবার ক্যাচ তুলে বাঁচলেন। অবশ্য বাঁচলেন বলা ভুল। তৃতীয় বলেই সূয়াশ শর্মা যে ক্যাচ ফেলেছিলেন, তাতে লাভ হয়নি নাইটদের। পঞ্চম বলে সেই ক্যাচ দিয়েই ফিরলেন ডি’কক। এবার উইকেটরক্ষক জিতেশ শর্মার হাতে। বোলার সেই জস হ্যাজেলউড।
আর এক ওপেনার সুনীল নারিনও শুরুতে কিছুটা গুটিয়ে ছিলেন। প্রথম ১৯ বলের মোকাবিলা করে ২২ রান ঝুলিতে পুরেছিলেন তিনি। কিন্তু যখন আউট হলেন, তখন ক্যারিবিয়ান মিস্ট্রি স্পিনারের নামের পাশে ২৬ বলে ৪৪। শুরুটা অবশ্য নারিন করেননি। করেছিলেন অজিঙ্কা রাহানে। একেবারে অধিনায়কোচিত ইনিংস। সামনে থেকে নেতৃত্ব দিলেন দলকে। ৩১ বলে করলেন ৫৬ রান। এই দু’জনের জুটিই কেকেআরকে ভদ্রস্থ জায়গায় দাঁড় করিয়ে দিয়ে যায়। নারিন ফেরার তিন বল পরেই ফেরেন রাহানে। ততক্ষণে অবশ্য নাইটদের ১০০ রান পার হয়ে গিয়েছে।
অনুশীলন ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন ভেঙ্কটেশ আয়ার। কিন্তু এদিন তিনি ব্যর্থ। ৭ বলে মাত্র ৬ রান করে আউট হন ভেঙ্কি। ক্রুনাল পান্ডিয়ার বলে বোল্ড হন তিনি। এরপর অঙ্ককৃশ রঘুবংশী এবং রিঙ্কু সিং দলকে টানতে থাকেন। কিন্তু রিঙ্কও এই ম্যাচে ব্যর্থ। ১০ বলে ১২ রান করে তিনিও ফেরেন ক্রুনালের বলে বোল্ড হয়ে। চার ওভারে ২৯ রানে তিন উইকেট নেন ক্রুনাল। ভেঙ্কির মতো দ্রে রাসের দিকেও তাকিয়ে ছিল কেকেআর সমর্থকরা। কিন্তু ৩ বলে ৪ রান করে রাসেলও ফিরলেন বোল্ড হয়ে। প্রতিবেদনটি লেখা পর্যন্ত, ১৬ ওভারে ৬ উইকেটে ১৫১ রান কেকেআরের। ক্রিজে আছেন রঘুবংশী (১২ বলে ১৯) এবং রমনদীপ সিং (২ বলে ১)।
একটা সময় মনে হচ্ছিল, ২০০ রানের মাইলস্টোন অনায়াসে পার করে ফেলবে কেকেআর। কিন্তু ১৪ ওভারে ১৪১ রান থেকে ১৭ ওভারে ১৫৫, ডুবিয়ে দেয় বাদশার দলকে। নারিন-রাহানে ফেরার পর ১৮তম ওভারে প্রথম ছক্কা হাঁকান রঘুবংশী। ২২ বলে ৩০ রান করেন তিনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট খুইয়ে ১৭৪ রান করে কেকেআর। হ্যাজেলউড নেন দুই উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত ব্যাটিং শুরু করে আরসিবি। মাত্র ৩১ বলে ৫৬ রান করেন ওপেনার ফিলিপ সল্ট। অন্যদিকে, অগ্রাসী মেজাজে ছিলেন বিরাটও। তিনি ৩৬ বলে ৫৯ রান করেন। তবে দুই ওপেনার রান পেলেও দেবদত্ত পাডিকাল (১০) বড়ো রান পাননি। বিরাটের সঙ্গে অপরাজিত ছিলেন লিভিংস্টোন (১৫)। ঘরের মাঠে প্রথম ম্যাচ হারের পর কোচ চন্দ্রকান্ত পন্ডিতকে নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। পাশাপাশি মিডল অর্ডার নিয়েও প্রশ্ন উঠছে।