• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

প্লে-অফে পৌঁছে স্বস্তিতে কোহলি

রুদ্ধশ্বাস ম্যাচে হার পাঞ্জাবের

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

৩ অক্টোবর, ২০২১

পঞ্জাব কিংসকে রুদ্ধশ্বাস ম্যাচে ৬ রানে হারিয়ে তৃতীয় দল হিসাবে এবারের আইপিএলে প্লে-অফ নিশ্চিত করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এর আগে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস এবং ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস প্লে-অফে পা রেখেছে।

পাশাপাশি এদিন আরসিবির কাছে হেরে বিদায় নিশ্চিত হল লোকেশ রাহুলদের। এই হারের ফলে ১৩ ম্যাচ শেষে ১০ পয়েন্টেই থাকল প্রীতি জিন্টার দল। শেষ ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট দাঁড়াবে ১২। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের থেকে নেট রানরেটে অনেকটাই পিছিয়ে রাহুলরা। ফলে কেকেআর ছাড়া বাকি একটি পজিশনের জন্য লড়াইয়ে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যাল।

রবিবার টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিরাট কোহলি। দেবদত্ত পাড়িক্কালকে সঙ্গী করে শুরুটা দারুণ করেন ভিকে। কিন্তু ২৪ বলে ২৫ রান করে থেমে যেতে হয় তাঁকে। ৩৮ বল খেলে বাঁহাতি ওপেনার পাড়িক্কাল করেন ৪০ রান। তিন নম্বরে নামা ড্যানিয়েল ক্রিস্টিয়ান প্রথম বলেই প্যাভিলিয়নে ফেরেন। তিনটি উইকেটই দখল করেন মরুশহরে প্রথমবার দলে সুযোগ পাওয়া মোয়েস হেনরিকে। ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১২ রান খরচ করে তিনটি শিকার করেন হেনরিকে।

পঞ্জাবের হয়ে তিন উইকেট দখল করেন মহম্মদ সামিও। কিন্তু তার আগে ম্যাক্সি ঝড়ে রীতিমতো বিধ্বস্ত হয়ে যায় কিংস। মাত্র ৩৩ বলে ৫৭ রানের ইনিংস উপহার দেন গ্লেন ম্যাক্সওয়েল। চারটি বিশাল ছক্কা এবং তিনটি চার দিয়ে সাজানো অজি অলরাউন্ডারের ইনিংস। রান আউট হয়ে ফেরার আগে এবি ডি ভিলিয়ার্সের ব্যাট থেকে আসে ২৩ রান। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট খুইয়ে ১৬৪ রান তোলে আরসিবি।

যদিও মহম্মদ সিরাজ-হর্ষল প্যাটেলদের মোক্ষম জবাব দিতে শুরু করেন পঞ্জাবের দুই ওপেনার লোকেশ রাহুল এবং মায়াঙ্ক আগরওয়াল। ঝড়ের গতিতে রান তুলতে থাকে এই জুটি। ওপেনিং পার্টনারশিপেই ৯১ রান তুলে দলকে জয়ের স্বপ্ন দেখান রাহুল-মায়াঙ্ক। কিন্তু রাহুল ফিরতেই ঘুরে দাঁড়ায় আরসিবি। ৩৫ বলে ৩৯ রান করেন পঞ্জাব অধিনায়ক।

অপর ওপেনার মায়াঙ্ক অবশ্য অর্ধশতরান পূরণ করেন। ৪২ বলে ৫৭ রানের ইনিংস উপহার দেন তিনি। তবে এরপর আর কেউই দলকে টেনে নিয়ে যেতে পারেননি। নিকোলাস পুরান (৩), এইডেন মার্করাম (২০), সরফরাজ খান (০), শাহরুখ খান (১৬)- সকলেই ব্যর্থ। শেষ দিকে মোয়েস হেনরিকে ৯ বলে ১২ রানে অপরাজিত থেকে একটা মরিয়া চেষ্টা চালিয়েছিলেন দলকে জেতানোর। কিন্তু সফল হননি। ৬ উইকেট খুইয়ে ১৫৮ রানে থমকে যায় পঞ্জাবের ইনিংস।

আরসিবি হয়ে ফের দুরন্ত পারফরম্যান্স করেন যজুবেন্দ্র চাহাল। তিনি একাই তিনটি উইকেটে নেন। একটি করে উইকেট পেয়েছেন জর্জ গার্টন এবং শাহবাজ আহমেদ। এই জয়ের ফলে ১২ ম্যাচে বিরাটদের পয়েন্ট দাঁড়াল ১৬।

     

বিজ্ঞাপন

Goto Top