১৩ বল বাকি থাকতে জয় পায় গুজরাট ।
ঘরের মাঠে প্রথম হারের মুখ দেখল আরসিবি। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৮ উইকেটে হারল রয়্যাল চ্যালেঞ্জার্স। টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় গুজরাট। প্রথমে ব্যাটিং করলেও ঘরের মাঠে তেমন সুবিধা করতে পারেনি আরসিবি। মাত্র ৭ রানে আউট হয়ে যান বিরাট কোহলি। আউট হয়ে যান দেবদত্ত পাডিকলও (৪)। মাত্র ১৩ রানে ২ উইকেট হারায় আরসিবি। ওপেনার ফিলিপ সল্ট (১৪) ও রজত পাতিদার (১২) আউট হয়ে যান অল্প রানে। তবে এই বিপর্যয়ের মধ্যে রুখে দাঁড়ান লিয়াম লিভিংস্টোন। তিনি ৪০ বলে ৫৪ রান করেন। তাঁকে সঙ্গ দেন জিতেশ শর্মা। ২১ বলে ৩৩ রান করেন তিনি। লিভিংস্টোন ও জিতেশের আউটের পরে দেখা গিয়েছে সেই একই ছবি। ক্রুনাল পান্ডিয়া (৫) বেশিক্ষণ টিকতে পারেননি। শেষ পর্বে টিম ডেভিড (১৮ বলে ৩২) চালিয়ে খেলে দলের স্কোর দেড়শো পার করে দেন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৯ রান তোলে আরসিবি। জবাবে শুভমন গিল দ্রুত আউট হয়ে গেলেও, সাই সুদর্শন এবং জস বাটলার দলকে টেনে নিয়ে যান জয়ের দিকে। সুদর্শন ৪৯ রানে ফেরেন। বাকি কাজটি শেরফানে রাদারফোর্ডকে (১৮ বলে ৩০) সঙ্গে নিয়ে করেন বাটলার (৩৯ বলে ৭৩)। ১৩ বল বাকি থাকতে জয় পায় গুজরাট টাইটান্স।