• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি রিঙ্কু

আরও ভালো পারফরম্যান্স উপহার দিতে চান কেকেআরের হয়ে। 

 

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৪২ রানের অনবদ্য ইনিংস খেলেছেন উত্তরপ্রদেশের বাঁহাতি ব্যাটার রিঙ্কু সিং।শেষপর্বে নীতিশ রানাকে সঙ্গে নিয়ে ম্যাচ জিতিয়েছেন।সমর্থকদের চোখে হিরো হয়ে গিয়েছেন রিঙ্কু।কলকাতা নাইট রাইডার্স দলের ম্যানেজমেন্ট দীর্ঘ সময় ধরে সমর্থন করেছেন বাঁহাতি ব্যাটার রিঙ্কু সিংকে উত্তরপ্রদেশের হয়ে রঞ্জি খেলা এই ক্রিকেটার স্কোয়াডে থাকলেও খুব একটা বেশি প্রথম একাদশে সুযোগ পাননি।রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অবশ্য এই সুযোগ চমৎকারভাবে কাজে লাগিয়েছেন।

ম্যাচ শেষে রিঙ্কু বলেন, ‍‘আলিগড় থেকে আমিই প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে খেলছি। পাঁচ বছর হয়ে গিয়েছে আমি ধারাবাহিকভাবে প্রথম একাদশে সুযোগ পাচ্ছি না দলের জয়ে অবদান রাখতে পেরে ভালো লাগছে ব্রেন্ডন ম্যাককালাম আমাকে ম্যাচটা শেষ করে আসতে বলেন নীতিশ রানাকে সেই কথাই বলেছিল। কাজটা করতে পেরে ভালো লাগছে।’

     

বিজ্ঞাপন

Goto Top