• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

মুম্বইয়ের অনুশীলন রোহিত

ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেনা মেজাজেই দেখা গিয়েছে ভারত অধিনায়ককে। 

টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর প্রথম মাঠে নামলেন রোহিত শর্মা। আইপিএলের পরের অংশের জন্য অনুশীলন করলেন চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী ভারতীয় দলের অধিনায়ক। ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেনা মেজাজেই দেখা গিয়েছে রোহিতকে।
আগামী ২১ মে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। তারপর ২৬ মে রোহিতদের প্রতিপক্ষ পঞ্জাব কিংস। একটি ম্যাচ জিতলেই মুম্বই ইন্ডিয়ান্সের প্লে-অফ খেলা নিশ্চিত হয়ে যাবে। তাই প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চাইছে না মুম্বই শিবির। মঙ্গলবার সন্ধেয় সতীর্থদের সঙ্গে অনুশীলন করেছেন রোহিত। ছিলেন তিলক বর্মা, করণ শর্মা, মিচেল স্যান্টনার, রবিন মিনজরা। আইপিএল স্থগিত হওয়ার পর প্রথম অনুশীলন করে মুম্বই। অনুশীলনের ভিডিয়ো সমাজমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ।
বেশ কিছু দিন ধরে চেনা ফর্মে দেখা যাচ্ছে না রোহিতকে। আইপিএলে এখনও পর্যন্ত ১১টি ম্যাচ খেলে ৩০০ রান করেছেন। গড় ৩০। তিনটি ম্যাচে রান পেয়েছেন। বাকি ম্যাচগুলিতে প্রত্যাশা মতো খেলতে পারেননি। টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর আইপিএলেই প্রথম মাঠে নামবেন রোহিত। স্বভাবতই ক্রিকেটপ্রেমীদের বাড়তি আগ্রহ থাকবে।

     

বিজ্ঞাপন

Goto Top