• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক রোহিত

সহ-অধিনায়ক লোকেশ রাহুল

জল্পনা সত্যি হল।টি-টোয়েন্টিতে ভারতের নতুন অধিনায়ক হচ্ছেন রোহিত শর্মাই মঙ্গলবার আসন্ন নিউজিল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই তাতেই অধিনায়ক হিসাবে রোহিত শর্মার  নাম ঘোষণা করা হয়েছে পাশাপাশি সহ-অধিনায়ক হয়েছেন লোকেশ রাহুল বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলিকে।

বিশ্বকাপ শুরুর অনেক আগেই বিরাট জানিয়ে দিয়েছিলেন আর টি-২০তে অধিনায়কত্ব করতে চান না।ব্যাটিংয়ে মনোসংযোগ করতেই এই সিদ্ধান্ত নেন বিরাট কোহলির জায়গায় অধিনায়ক হওয়ার দৌড়ে স্বভাবতই সবচেয়ে এগিয়ে ছিলেন সহ-অধিনায়ক রোহিত শর্মাই নাম ভেসে আসছিল কেএল রাহুল বা বুমরাহর মতো তারকাদেরও তবে, শেষ পর্যন্ত রোহিতেই সিলমোহর দিল বোর্ড সহ-অধিনায়ক হয়েছেন লোকেশ রাহুল

     

বিজ্ঞাপন

Goto Top