• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

পারথ টেস্টে নেই রোহিত, নেতৃত্ব দেবেন যশপ্রীত বুমরা

চিন্তায় ভারতীয় দল। 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে পারবেন না রোহিত শর্মা। দ্বিতীয় বার বাবা হওয়ার পর পরিবারকে সময় দিতে বোর্ডের কাছে আরও কিছুটা ছুটি চেয়েছেন। ফলে পারথ টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরা। রোহিতের জায়গায় প্রথম টেস্টের দলে নেওয়া হয়েছে দেবদত্ত পাড়িক্কলকে। ওপেনার হিসাবে কেএল রাহুলকে খেলানো প্রায় নিশ্চিত।
রোহিতের খেলা নিয়ে অনেক দিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে জানা গেল, তিনি এখনই অস্ট্রেলিয়ায় রওনা দিচ্ছেন না। বোর্ডের এক সূত্র সংবাদমাধ্যমে বলেছেন, ‘আমরা ভেবেছিলাম রোহিত অস্ট্রেলিয়ায় যাবে। তবে ও বোর্ডকে জানিয়ে দিয়েছে যে এখনই যেতে পারবে না। পরিবারের সঙ্গে আরও সময় কাটাতে চায়। দিন-রাতের টেস্টের আগেই ও দলের সঙ্গে যোগ দেবে। মাঝে ন’দিনের ব্যবধান রয়েছে। তাই অ্যাডিলেড টেস্টে রোহিতের খেলা নিয়ে সংশয় নেই।’
এ দিকে, চোটমুক্ত হয়ে রবিবার অনুশীলনে ফিরেছেন কেএল রাহুল। বোর্ডের পোস্ট করা ভিডিয়োয় তিনি বলেছেন, ‘ম্যাচের প্রথম দিন খারাপ লেগেছিল। এখন ভালো লাগছে। প্রথম ম্যাচের জন্য তৈরি হচ্ছি। এ দেশে তাড়াতাড়ি এসে প্রস্তুতির অনেকটা সময় পেয়েছি ভেবে খুশি।’
রাহুলের সেরে ওঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন ফিজিয়ো কমলেশ জৈনও। তিনি বলেছেন, ‘চেষ্টা করেছিলাম যাতে কোনও চিড় না ধরে। আঘাতের পর ৪৮ ঘণ্টা কেটে গিয়েছে। চিকিৎসায় ভালোই সাড়া দিয়েছে রাহুল। আশা করি ও তৈরি হয়ে যাবে। ওকে এক্স-রে এবং স্ক্যান করিয়েছিলাম। রিপোর্ট দেখে মনেই হয়েছিল ও দ্রুত সুস্থ হয়ে যাবে। ব্যথা নিয়ন্ত্রণ করাটাই আসল কাজ ছিল। ওর আত্মবিশ্বাস ফেরাতেও সাহায্য করেছি।’
ভারতের ‘এ’ দল গিয়েছিল অস্ট্রেলিয়া সফরে। সেই দলের পাড়িক্কল ছাড়াও তিন জোরে বোলারকে রেখে দেওয়া হয়েছে। তাঁরা হলেন মুকেশ কুমার, খলিল আহমেদ এবং নবদীপ সাইনি।

     

বিজ্ঞাপন

Goto Top