• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

মুম্বইয়ে অনুশীলন রোহিতের

বর্ডার-গাভাসকর ট্রফিতে খেলা এখনও অনিশ্চিত। 

স্ত্রী সন্তানসম্ভবা। দ্বিতীয় সন্তান আসতে চলেছে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার ঘরে। তাই অস্ট্রেলিয়া না গিয়েই মুম্বইয়ে পুরোদমে অনুশীলন রোহিতের।
দুই দফায় অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছে ভারতীয় দল। কিন্তু রোহিত শর্মা কি আদৌ দলের সঙ্গে গিয়েছেন? তিনি কি বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচে খেলতে পারবেন? গোটা ভারতীয় দল অস্ট্রেলিয়ায় পৌঁছে গেলেও এই প্রশ্নের জবাব নেই কারওর কাছে। এহেন পরিস্থিতিতে বুধবার রিলায়েন্স কর্পোরেট পার্কে পুরোদমে অনুশীলন করলেন ভারত অধিনায়ক। দলের সঙ্গে অস্ট্রেলিয়া পাড়ি না দিলেও কোনও সময় নষ্ট করতে চান না রোহিত। যাতে ক্যাঙারুদের দেশে গিয়ে কোনও সমস্যার সম্মুখীন না হতে হয়। তাঁর ঘনিষ্ঠমহলের দাবি, পরিস্থিতি যাই হোক না কেন প্রথম টেস্টের জন্য নিজের সেরা প্রস্তুতি সেরে রাখতে চাইছেন রোহিত। 
দ্বিতীয় সন্তানের জন্মের পরই পারথ টেস্টে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এই প্রসঙ্গে রোহিতের ঘনিষ্ঠ এক সূত্রে জানা গিয়েছে, ‘রোহিত কবে অস্ট্রেলিয়া যাবে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। সবটাই ব্যক্তিগত জীবনের ওপর নির্ভর করছে। যেকোনও মানুষ হলে এই সময় যা করত, ও সেটাই করছে। ওর স্ত্রী এবং পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে। তবে একই সঙ্গে, টেস্ট সিরিজের জন্য নিজেকে তৈরি করছে। তাই মুম্বইয়ে সুযোগ পেলেই নিজের প্রস্তুতি সেরে নিচ্ছে।’ নিউজিল্যান্ড সিরিজে রান পাননি। তাই নেটে বাড়তি ঘাম ঝরাচ্ছেন রোহিত। অস্ট্রেলিয়ায় রানে ফিরতে মরিয়া হিটম্যান।
আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফি। পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত এবং অস্ট্রেলিয়া। সেই সিরিজের প্রথম টেস্টে রোহিত খেলবেন কিনা, সেটা নিয়ে রীতিমতো ধোঁয়াশা রয়েছে। যা খবর তাতে পারথ টেস্টের সময়ই পৃথিবীর আলো দেখার কথা রোহিতের দ্বিতীয় সন্তানের। সে-কারণেই নাকি ভারত অধিনায়ক আগেভাগে বোর্ডের কাছে ছুটিও চেয়ে রেখেছিলেন। কিন্তু বোর্ড বা রোহিত, কোনও তরফেই ছুটি নেওয়ার বিষয়টি প্রকাশ করা হয়নি।
সোমবারই অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছে ভারতীয় দল। কিন্তু অজিভূমে রওনা দেওয়ার আগে পর্যন্তও হেড কোচ গৌতম গম্ভীর জানতেন না, পারথে প্রথম টেস্টে আদৌ রোহিত খেলবেন কিনা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্রেফ বলেন, ‘এই মুহূর্তে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি। পরিস্থিতি অনুযায়ী সকলকে জানানো হবে। আশা করি রোহিতকে প্রথম টেস্টে পাওয়া যাবে। তবে সেটা সিরিজ শুরুর আগে জানিয়ে দেওয়া হবে।’
প্রথম টেস্টে রোহিত না খেললে বিকল্প পরিকল্পনাও তৈরি আছে। যশস্বীর সঙ্গে ওপেন করবেন কেএল রাহুল। দলকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরা। সেটা মাথায় রেখেই এবার সহ-অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে। যা বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের ক্ষেত্রে হয়নি। মঙ্গলবার অস্ট্রেলিয়ায় ঐচ্ছিক ট্রেনিং ছিল। মূলত জুনিয়ররাই প্র্যাকটিস করে। সিনিয়রদের মধ্যে ছিলেন রাহুল। বুধবার থেকে পুরোদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। নেটে নেমে পড়েছেন বিরাট কোহলি। অজি পেসারদের সামলানোর প্রস্তুতি শুরু করে দেন ভারতের তারকা ক্রিকেটার। দলের বাকি সিনিয়র ক্রিকেটারদেরও অনুশীলনে দেখা যায়। গোপনীয়তার মধ্যে দিয়েই পারথের ওয়াকায় চলছে টিম ইন্ডিয়ার প্রস্তুতিপর্ব।

     

বিজ্ঞাপন

Goto Top