সূত্র এমনই দাবি করছে।
ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশ। তারপর অস্ট্রেলিয়া সফরে প্রথম ম্যাচে ছিলেন না রোহিত। সেই ম্যাচ জিতেছিল ভারত। তারপর চার ম্যাচের তিনটিতেই হার, একটি ড্র। অর্থাৎ পরপর দু’টি সিরিজ হেরে এখন আতশকাচের তলায় রোহিত শর্মা। সেই সংক্রান্ত রিপোর্ট এবার জমা পড়ল ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে। রিপোর্ট দিয়েছেন নির্বাচক প্রধান অজিত আগরকর।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, দু’টি টেস্ট সিরিজে রোহিতের অধিনায়কত্বে কিছু ভুল পেয়েছেন নির্বাচকরা। কিন্তু রোহিতকে বাঁচিয়ে দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। সাদা বলের ক্রিকেটে দেশকে অধিনায়ক হিসাবে আরও একটি আইসিসি ট্রফি জিতিয়েছেন তিনি। সেই কারণে, ইংল্যান্ডেও রোহিতকে নেতা হিসাবে দেখা যাবে। পিটিআইকে বোর্ডের এক আধিকারিক বলেছেন, ‘নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাধারণ অধিনায়কত্বের পরেও ইংল্যান্ড সিরিজে রোহিতই নেতৃত্ব দেবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ও ভালো করেছে। তাই ওকে আরও একবার সুযোগ দেওয়া হবে।’ রিপোর্টে উল্লেখ করা হয়েছে, অস্ট্রেলিয়ায় রোহিত এত খারাপ খেলেছিলেন যে শেষ টেস্টে নিজেই প্রথম একাদশ থেকে সরে দাঁড়িয়েছিলেন। তারপরেও রোহিতকে এখনই নেতৃত্ব থেকে সরাতে চাইছে না আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি।
২০ জুন থেকে ইংল্যান্ডে ৪৫ দিনের সফর শুরু ভারতের। পাঁচটি টেস্ট খেলবে তারা। তার আগে মে-জুন মাসে ইংল্যান্ডের ‘এ’ দলের বিরুদ্ধে দু’টি চার দিনের ম্যাচ খেলবে ভারত ‘এ’ দল। সেখানে বেশ কয়েক জন সিনিয়র ক্রিকেটার খেলবেন। সেখানেই পাঁচ টেস্টের প্রস্তুতি সারবেন তাঁরা।