• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফিরছেন অধিনায়ক রোহিত

ফিটনেস পরীক্ষায় পাশ।

ফিট অধিনায়ক রোহিত শর্মা।ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন সিরিজে প্রত্যাবর্তন ঘটতে চলেছে তাঁর।আগামী ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সীমিত ওভারের সিরিজ প্রথমে তিনটে ওয়ানডে হবে আহমেদাবাদে তার পর তিনটে টি-টোয়েন্টি হবে ইডেনে ওই সিরিজে রোহিত শর্মাই অধিনায়কত্ব করবেন।

সিরিজে অনেক পরিবর্তন হতে পারে।

এই সিরিজে সিনিয়র পেসার বুমরাকে বিশ্রাম দেওয়া হতে পারে সেক্ষেত্রে দলে ফিরে আসতে পারেন মহম্মদ শামি পাশাপাশি রবিচন্দ্রন অশ্চিনকে নিয়েও আলোচনা হবে।আগামী দুতিন দিনের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল নির্বাচনী বৈঠক হওয়ার কথা যে বৈঠকে আরও তিনজনকে আলোচনা চলতে পারে

     

বিজ্ঞাপন

Goto Top