রোহিতের বাবা-মা স্ট্যান্ডের উদ্বোধন করলেন।
অবশেষে প্রকাশ্যে এল রোহিত শর্মা স্ট্যান্ড। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিভেচা প্যাভিলিয়ন লেভেল ৩ নামে এত দিন যা পরিচিত ছিল, শুক্রবার থেকে সেটাই পরিচিত হবে নতুন নামে। রোহিতের বাবা-মা সেই স্ট্যান্ডের উদ্বোধন করলেন। উদ্বোধনে মিশে গেল তাঁর টেস্টজীবনও।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের সঙ্গে একটি বোতাম টিপে স্ট্যান্ড উদ্বোধন করার কথা ছিল রোহিতের। তবে তিনি বাবা গুরুনাথ এবং মা পূর্ণিমাকে এগিয়ে দেন। তাঁরাই ফড়ণবীসের সঙ্গে বোতাম টিপে স্ট্যান্ডের উদ্বোধন করেন। রোহিত ছাড়াও মঞ্চে তাঁর স্ত্রী রিতিকা এবং মহারাষ্ট্র সরকারের মন্ত্রীরা ছিলেন।
রোহিতের স্ট্যা ন্ডে বড়ো মাপের দু’টি পোস্টার ছিল। দু’টিতেই তাঁর টেস্ট জার্সি পরার ছবি ছিল। টেস্ট থেকে সম্প্রতি অবসর নিয়েছেন রোহিত।স্ট্যান্ড উদ্বোধন করার পর রোহিত বলেন, ‘যা হচ্ছে তা কোনও দিন স্বপ্নেও দেখিনি। ছোটবেলায় মুম্বইয়ের হয়ে এবং ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখতাম। কেউ এসব জিনিস আগে থেকে ভাবে না। বাকি ক্রীড়াবিদদের মতো আমারও বরাবর লক্ষ্য ছিল দেশের হয়ে সেরাটা দেওয়া। দেশের সেবা করা। সেটা করতে গিয়ে জীবনে অনেক কিছু পাওয়া হয়ে যায়। অনেক মাইলফলক তৈরি হয়। তবে এই ধরনের সম্মান আলাদা অনুভূতি এনে দেয়।’ রোহিত আরও বলেছেন, ‘কিংবদন্তি এবং বিশ্বের সেরা রাজনৈতিক নেতাদের পাশে আমার নাম দেখতে পেয়ে যে অনুভূতি হচ্ছে সেটা ভাষায় প্রকাশ করতে পারব না। সবার কাছে আমি কৃতজ্ঞ, সম্মানিত। খেলতে খেলতেই এই সম্মান পেয়েছি। দুটো ফরম্যাট থেকে বিদায় নিলেও একটা ফরম্যাটে খেলছি। ২১ তারিখ দিল্লির বিরুদ্ধে এই ম্যাচ খেলতে নামলে খুব আলাদা অনুভূতি হবে।’