• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

করোনা আক্রান্ত রোহিত শর্মা

চিন্তায় টিম ম্যানেজমেন্ট। 

 

করোনা আক্রান্ত অধিনায়ক রোহিত শর্মা।সেই জন্যই লেস্টারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে শনিবার মাঠে নামেননি টিম ইন্ডিয়ার অধিনায়ক তিনি আইসোলেশনে আছেন১ জুলাই থেকে শুরু হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচ। ওই টেস্টের আগে অধিনায়ক করোনা আক্রান্ত হওয়াতে চিন্তায় পড়ে গিয়েছে টিম ম্যানেজমেন্ট।

শুক্রবার রোহিত মাঠে নেমেছিলেন সতীর্থদের সঙ্গে স্বাভাবিকভাবেই মিশেছেন তিনি ফলে অন্যদের মধ্যেও এই সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে যদিও এখনও পর্যন্ত আর কোনও ক্রিকেটারের করোনার খবর প্রকাশ্যে আসেনি  

উল্লেখ্য, করোনার জন্যই গতবছর অসম্পূর্ণভাবে শেষ হয়েছিল ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ

     

বিজ্ঞাপন

Goto Top