মেজর লিগেও খেলতে চান এই ইংলিশ ক্রিকেটার।
২৪ ঘণ্টার মধ্যেই বিবৃতি বদল করলেন ল্যান্ডের তারকা ওপেনার জেসন রয়। তাঁকে ঘিরে একটি প্রতিবেদন নিয়ে বেশ চাঞ্চল্য ছড়ায়। সেই প্রতিবেদনে বলা হয়েছিল, ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চুক্তি থেকে বেরিয়ে যাচ্ছেন জেসন রয়। তিনি যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে যোগ দিতেই ইসিবি-র চুক্তির আওতায় থাকছেন না। লাভজনক চুক্তির কারণেই তিনি সিদ্ধান্ত নিচ্ছেন।
তবে এই তথ্য ভুল। জেসন টুইট করে লেখেন, ‘গত ২৪ ঘণ্টা ধরে ভুল তথ্য ছড়াচ্ছে। পরিষ্কার ভাবে বলতে চাই যে, আমি ইংল্যান্ড ক্রিকেট ছেড়ে বেরিয়ে যাচ্ছি না। দেশের হয়ে খেলা আমার কাছে গর্বের। অনেক বছর আমি দেশের হয়ে খেলতে চাই। বোর্ডের সঙ্গে আমার মেজর লিগে অংশ নেওয়ার ব্যাপারে কথা হয়েছে। আমি খেলতে যাওয়ায় বোর্ড খুশি। আমার সঙ্গে যে চুক্তি রয়েছে সেটার পুরো টাকাও দিতে হবে না বোর্ডকে। আমি দেশের হয়ে এক ধরনের ক্রিকেটই খেলি ফলে আমার কোনও পূর্ণ চুক্তি নেই। ইংল্যান্ডের কোনও খেলাও নেই সামনে। ক্রিকেটার হিসাবে মেজর লিগে খেললে আমি উপকৃতই হব।’