• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

চেন্নাইকে হারাল রাজস্থান

৬ উইকেটে জেতে রাজস্থান।

নয়াদিল্লি: দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং নেয় রাজস্থান রয়্যালস। চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন আয়ুশ মাত্রে। ভালো রান করেন ব্রেভিস (৪২)। শেষ পর্বে শিবম দুবে ৩৯ ও মহেন্দ্র সিং ধোনি ১৬ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান করে চেন্নাই। জবাবে ১৭ বল বাকি থাকতে জয়ের রান তুলে নেয় রাজস্থান। যশস্বী জয়সওয়াল (১৯ বলে ৩৬) ও বৈভব সূর্যবংশী (৩৩ বলে ৫৭) জয়ের ভিত গড়ে দেন। সঞ্জু স্যামসনও (৩১ বলে ৪১) রান পান। শেষ দিকে ধ্রুব জুরেল (১২ বলে অপরাজিত ৩১) ম্যাচ জেতান। ৬ উইকেটে জেতে রাজস্থান।

     

বিজ্ঞাপন

Goto Top