সেমিফাইনালে অস্ট্রেলিয়া।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকল শারজা। কিন্তু এসবই বৃথা গেল। কাঙ্খিত জয় পেয়েও বিশ্বকাপ থেকে ছিটকে গেল দক্ষিণ আফ্রিকা। কারণ নেট রান রেটে এগিয়ে সেমিফাইনালের টিকিট পাকা করে ফেলল অস্ট্রেলিয়াই।
হেনড্রিস ২ রানে আউট হয়ে ফিরলেও লড়াই চালান কুইন্টন ডি কক (৩৪)। এরপর ক্রিজে জাঁকিয়ে বসেন ডুসেন ও মারক্রাম। তাঁদের বিধ্বংসী পার্টনারশিপে ইংল্যান্ডের সামনে তৈরি হয় পাহাড় প্রমাণ রান। ৯৪ রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন ডুসেন। মারক্রাম করেন ৫২ রান। প্রথমে ব্যাট করে ২ উইকেটে ১৮৯ রান তোলে দক্ষিণ অফ্রিকা। জবাবে ৮ উইকেটে ১৭৯ রান তোলে ইংল্যান্ড।