• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

শার্দূলের মরিয়া লড়াই সত্ত্বেও হার ভারতের

শচীনকে টপকে রেকর্ড কোহলির।

কজে দিল না টিম ইন্ডিয়ায় কামব্যাক করা শিখর ধাওয়ান শার্দূলের মরিয়া লড়াই ৩১ রানে হেরে তিন ম্যাচের সিরিজে - পিছিয়ে গেল ভারত

এদিন প্রথমে ব্যাট করে টেস্ট ক্যাপ্টেন এলগারের মতোই ওয়ানডে অধিনায়ক বাভুমাও দুর্দান্ত ইনিংস খেললেন ১১০ রান করেন তিনি তাঁর পর আবার অপরাজিত ১২৯ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলে দলকে প্রায় তিনশোর কাছাকাছি পৌঁছে দেন ডুসেন ৪ উইকেটে ২৯৬ করে দক্ষিণ অফ্রিকা।

শুরুতেই অধিনায়ক রাহুলকে (১২) ফিরিয়ে ভারতীয় ব্যাটিং অর্ডারে ধাক্কা দেন মার্করাম। তবে এরপরই জুটি বেঁধে দুরন্ত ছন্দে এগিয়ে যান ধাওয়ান   কোহলি। দীর্ঘদিন পর প্রত্যাবর্তন করেই চেনা ফর্মে ধরা দেন গব্বর। ৮৪ বলে ৭৯ রান করে আউট হন। ধাওয়ান-কোহলি ফিরতেই এনগিডি, শামসিদের দৌরাত্ম্যে তাসের ঘরের মতো ভেঙে পড়ে দলের মিডল অর্ডার। শার্দূল ঠাকুর শেষে দাঁতে দাঁত চেপে লড়াই করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন ঠিকই, কিন্তু ততক্ষণে ম্যাচ হেরে গিয়েছে ভারত।

 

     

বিজ্ঞাপন

Goto Top