• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

টেস্ট সিরিজ জয়ের পথে দক্ষিণ আফ্রিকা

টেস্ট জিততে আর মাত্র ১১১ রান প্রয়োজন দক্ষিণ আফ্রিকার।

 

ঋষভ পন্থের শতরান।তাতেও শেষরক্ষা হল না।তৃতীয় টেস্ট হারের পথে দক্ষিণ অফ্রিকা।জয়ের জন্য আর মাত্র ১১১ রান প্রয়োজন দক্ষিণ আফ্রিকার। হাতে দুটো দিন এবং আটটা উইকেট। ফলে দুই টেস্ট জিতে সিরিজ পকেটে ভরা যেন হোম ফেভারিটদের কাছে শুধুই সময়ের অপেক্ষাদ্বিতীয় ইনিংসে মাত্র একটি উইকেট খুইয়েই ১০০ রানের গণ্ডি পার করল দক্ষিণ আফ্রিকা আর তাতেই যেন আরও উজ্জ্বল হয়ে উঠল প্রোটিয়াদের তৃতীয় টেস্ট তথা সিরিজ জয়ের স্বপ্ন

মারক্রামকে দ্রুত প্যাভিলিয়নে ফেরানো গেলেও ক্রিজে জাঁকিয়ে বসেন অধিনায়ক এলগার এবং পিটারসেন। পাঁচ দিনের ফরম্যাটে দারুণ ছন্দে ধরা দিচ্ছেন পিটারসেন। আর তৃতীয় দিনের শেষে ৪৮ রান করে অপরাজিত রইলেন তিনি।

ভারতীয় ইনিংসে দুই ওপেনার মায়াঙ্ক আগরওয়াল কেএল রাহুল অল্প রানে ফিরলে হাল ধরেন কোহলি পূজারা। কিন্তু ক্যাপ্টেনের সঙ্গে ক্রিজে টিকে থেকে বড় পার্টনারশিপ গড়তে পারেননি পূজারা। রানেই ফিরে যান। একই হাল রাহানের। রাবাডার ডেলিভারিতে এলগারের হাতে ক্যাচ তুলে মাত্র রানে আউট হন তিনি। আর তারপরই নেটদুনিয়ায় শুরু হয় জোর সমালোচনা। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন কোহলিও। একা পন্থই  লড়াই করেন।

 

 

     

বিজ্ঞাপন

Goto Top