মাঠে নামারআগেই সেমিফাইনালে ভারত।
বিশ্বকাপে ফের অঘটন! অস্ট্রেলিয়ার বিদায়ের পরে এবার দক্ষিণ আফ্রিকা।
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডের কাছে ১৩ রানে হেরে গেলেন ডি’ককরা। ফলে টুর্নামেন্টের শুরুতে যে দলটিকে অপ্রতিরোধ্য মনে হচ্ছিল, সেই দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালের লড়াই থেকে ছিটকে গেল। সেই সঙ্গে শেষ চারে খেলা নিশ্চিত হয়ে গেল ভারতের।
টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস তোলে ৪ উইকেটে ১৫৮ রান। ডাচদের প্রথম চার ব্যাটারই ভাল পারফর্ম করেন।মাত্র ২৬ বলে ৪১ করেন অ্যাকেরম্যান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৪৫ রানেই আটকে যায় প্রোটিয়ারা।