• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

দুরন্ত ব্যাটিং করে সিরিজে সমতা ফেরালেন এলগার

৭ উইকেটে জয়ী দক্ষিণ আফ্রিকা।

বৃষ্টিবিঘ্নিত দিনেই হাসতে হাসতে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা সৌজন্যে প্রোটিয়া অধিনায়কের অনবদ্য ইনিংস এককথায় যাকে বলে, ‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট আর তাতেই গত ২৯ বছরে প্রথমবার ওয়ান্ডারার্সে দক্ষিণ আফ্রিকার কাছে পরাস্ত হল টিম ইন্ডিয়া

২৪০ রানের লক্ষ্য তাড়া করে জয়ী প্রোটিয়া দলকে একেবারে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক ডিন এলগার গতকাল, ম্যাচের তৃতীয় দিনে বুমরাহর বাউন্সারে ঝাঁঝরা হয়ে গেলেও ক্রিজ ছাড়েননি তিনি চতুর্থ দিনের শেষে অপরাজিত ৯৬ রান করে মাঠ ছাড়লেন তিনি লক্ষ্মীবারে বৃষ্টির পরও সেই ফর্ম ধরে রাখলেন ৪০ রান করে তাঁর সঙ্গ দেন ভ্যান ডুসেন শেষে অপরাজিত বাভুমাকে (২৩*) সঙ্গে নিয়ে মাঠ ছাড়েন এলগার এই জয়ের ফলে দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের টেস্ট সিরিজে - সমতায় ফিরল

 

     

বিজ্ঞাপন

Goto Top