২-১ ব্যবধানে টেস্ট সিরিজ হারল বিরাটরা।
সেঞ্চুরিয়ানে প্রথম টেস্টের দুরন্ত জয়ের পর ভারতের সামনে সুযোগ ছিল জোহানেসবার্গে জয় তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে নজির গড়ার। কিন্তু ভারতীয় দলের ব্যাটসম্যান ও বোলারদের ব্যর্থতায় জোহানেসবার্গ ও কেপ টাউনে ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা। ২-১ ব্যবধানে শেষ হল এই টেস্টে। এই টেস্ট সিরিজ জয়ের সুবাদে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় চতুর্থস্থানে উঠে এল দক্ষিণ আফ্রিকা। পঞ্চমস্থানে নেমে গেল ভারত।
তৃতীয় টেস্টে টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম দিনে ২২৩ রানেই শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। প্রথম দিনের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ১ উইকেটে ১৭। টেস্টের দ্বিতীয় দিনে ভারতীয় বোলারদের দাপটে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস গুটিয়ে যায় ২১০ রানে। দ্বিতীয় দিনের শেষে ভারত দুই উইকেট হারিয়ে তোলে ৫৭ রান। টেস্টের তৃতীয় দিন প্রোটিয়া বোলারদের দাপতে ভারতের দ্বিতীয় ইনিংস ১৯৮ রানেই শেষ হয়ে যায়। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য হয়ে দাঁড়ায় ২১২ রান। তৃতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকা ২ উইকেটে ১০১ রান তোলে। আজ (শুক্রবার) চতুর্থ দিনের মধ্যাহ্নভোজের বিরতির পরই ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার হয়ে ১১৩ বলে সর্বাধিক ৮২ রান করেন কিগান পিটারসেন। প্রথম ইনিংসে তিনি করেছিলেন ৭২।