৭ উইকেটে হার।
হায়দরাবাদ: ব্যাটিং ব্যর্থতায় গুজরাট টাইটান্সের কাছে ৭ উইকেটে হারল সানরাইজার্স হায়দরাবাদ। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৫২ রান করে হায়দরাবাদ। দলের হয়ে সর্বোচ্চ রান করেন নীতিশ কুমার রেড্ডি। তিনি ৩৪ বলে ৩১ রান করেন। বাকিরা কেউ ৩০-র গণ্ডি টপকাতে পারেননি। মহম্মদ সিরাজ সর্বোচ্চ ৪ উইকেট নেন। এছাড়া প্রসিদ্ধ কৃষ্ণ ও সাই কিশোর ২টি করে উইকেট পান।
জবাবে শুভমন গিল (৪৩ বলে অপরাজিত ৬১) ও ওয়াশিংটন সুন্দর (২৯ বলে ৪৯) দারুণ ব্যাট করেন। রাদারফোর্ড (১৬ বলে অপরাজিত ৩৫) দলকে জয় এনে দেন ১৬.৪ ওভারে।