• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

শান-ই মহামেডান সম্মান অতনু-খালেককে

২৩ মার্চ ক্লাবের ইফতারের অনুষ্ঠানে দেওয়া হবে।

‘শান-ই মহামেডান’ সম্মান পেতে পারেন প্রাক্তন মহামেডান ফুটবলার অতনু ভট্টাচার্য ও আবদুল খালেক। আপাতত সিদ্ধান্ত হয়ে গিয়েছে। দুই প্রাক্তন ফুটবলারের তরফ থেকে সম্মতি এসে গেলেই দু’-একদিনের মধ্যে তাঁদের নাম সরকারি ভাবে ঘোষণা করা হবে ক্লাবের তরফ থেকে।
ঠিক হয়েছে ২৩ মার্চ ক্লাবের ইফতারের অনুষ্ঠানে এই দুই প্রাক্তনের হাতে তুলে দেওয়া হবে শান-ই মহামেডান সম্মান। মহামেডান সভাপতি আমিরউদ্দিন ববি বলেন, ‘গতবার শান-ই মহামেডান আমরা দিতে পারিনি। এবার অতনু ভট্টাচার্য ও আবদুল খালেককে দেওয়ার কথা ভাবনাচিন্তা করেছি। ওদের থেকে সম্মতি পেয়ে গেলেই দু’-একদিনের মধ্যেই ক্লাবের তরফ থেকে সরকারি ঘোষণা হয়ে যাবে।’
উল্লেখ্য, ড্র দিয়ে এবারের আইএসএল অভিযান শেষ করেছিল মহামেডান। পঞ্জাবের বিরুদ্ধে দুই গোলে পিছিয়ে থেকেও দুরন্ত কামব্যাক সাদা-কালো ব্রিগেডের। রবি হাঁসদার ম্যাজিকে মহামেডানের হার বাঁচে। ম্যাচ শেষ হয় ২-২ গোলে। ২৪ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লাস্ট বয় হিসাবেই লিগ শেষ করে তারা।

     

বিজ্ঞাপন

Goto Top