• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও জয় এসসি ইস্টবেঙ্গলের

গোল দার্ভিসেভিচের, ইসসি ইস্টবেঙ্গল ২: সালগাওকর ০

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

১৬ অক্টোবর, ২০২১

আইএসএল শুরু হতে এখনও এক মাস বাকি। তার আগে গোয়ায় চলছে এসসি ইস্টবেঙ্গলের প্রস্তুতি। শুক্রবার স্থানীয় ডন বসকো মাঠে ভাস্কো এসসি-কে ৩-১ হারিয়েছিল লাল-হলুদ বাহিনী। শনিবার সালগাওকরকেও ওই একই মাঠে হারাল মানোলো দিয়াজের দল। লাল-হলুদ শিবিরের হয়ে পেনাল্টি থেকে ৬২ মিনিটে গোল করে এগিয়ে দেন আমির দার্ভিসেভিচ। ৬৫ মিনিটে দ্বিতীয় গোল করেন সৌরভ দাস।

এর আগে শুক্রবার প্রথম প্রস্তুতি ম্যাচে জিতেছিল এসসি ইস্টবেঙ্গল। যে ম্যাচে লাল-হলুদের হয়ে গোল করেন, সেম্বোই হাওকিপ, শুভ ঘোষ এবং অনূর্ধ্ব-২০ ফুটবলার সিদ্ধার্থ শিরোদকর।

প্রথম ম্যাচে ভারতীয় ফুটবলারেরা খেললেও, এ দিন স্বদেশি ও বিদেশি মিশিয়ে দল সাজিয়েছিলেন ম্যানুয়েল দিয়াজ। আইএসএলে তাদের প্রথম ম্যাচ ২১ নভেম্বর।

     

বিজ্ঞাপন

Goto Top