ইংল্যান্ডে যশস্বীর সঙ্গে রাহুলেরই ওপেন করার সম্ভাবনা সবচেয়ে বেশি।
টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। ইংল্যান্ড সফরে ভারতের সবচেয়ে অভিজ্ঞ দুই ক্রিকেটারকে পাওয়া যাবে না। ভারতের টেস্ট দলে এই দু’জনের জায়গায় কারা খেলতে পারেন ইংল্যান্ড সফরে? দৌড়ে রয়েছেন তিন ক্রিকেটার।
রোহিত অবসর নেওয়ার পরে ভারতের ওপেনার হিসাবে যশস্বী জয়সওয়ালের জায়গায় খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি লোকেশ রাহুলের। ওপেনার হিসাবেই ভারতের টেস্ট দলে অভিষেক হয়েছিল তাঁর। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো দেশে তাঁর টেস্টে ওপেন করার অভিজ্ঞতা রয়েছে। সুতরাং, ইংল্যান্ডে যশস্বীর সঙ্গে রাহুলেরই ওপেন করার সম্ভাবনা সবচেয়ে বেশি।
রোহিতের বদলে টেস্টে এক নতুন অধিনায়ক চাই ভারতের। দৌড়ে সকলের আগে রয়েছেন শুভমন গিল। তিনি ওপেনিংয়ের পাশাপাশি তিন নম্বরেও খেলতে পারেন। সুতরাং, ভারতের তিন নম্বর পর্যন্ত কোনও সমস্যা নেই। চার ও পাঁচ নম্বরে দু’জন ক্রিকেটারকে খেলাতে হবে। সেই তালিকায় রয়েছেন তিন ক্রিকেটার।
প্রথম তালিকায় রয়েছেন শ্রেয়স আয়ার। ভালো ফর্মে রয়েছেন তিনি। ২০২১ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেকে শতরান করেছিলেন তিনি। কিন্তু তার পরেও এত দিনে মাত্র ১৪টি টেস্ট খেলেছেন তিনি। কোহলি থাকায় ভারতের টেস্ট দলে জায়গা পাননি তিনি। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে চার নম্বরে শ্রেয়সের খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি। তিনি থাকলে ভারতের মিডল অর্ডার মজবুত হবে। ভারতের হয়ে এক দিনের ক্রিকেটের পাশাপাশি আইপিলের ফর্মে রয়েছেন শ্রেয়স। তাই তাঁকে সুযোগ দেওয়া হতে পারে ইংল্যান্ড সফরে।
পাশাপাশি দু’নম্বরে রয়েছেন করুণ নায়ার। টেস্টে ত্রিশতরান করার পরেও দল থেকে বাদ পড়তে হয়েছে করুণকে। কিন্তু ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ব্যাটিং করেছেন তিনি। তাঁর কথা শোনা গিয়েছে বোর্ডের নির্বাচক প্রধান অজিত আগরকরের গলাতেও। রোহিত, কোহলি না থাকায় মিডল অর্ডারে এক অভিজ্ঞ ব্যাটার থাকলে ভারতেরই সুবিধা। আইপিএলেও ভালো খেলছেন করুণ। ফলে তিনিও ভারতের মিডল অর্ডারে খেলতে পারেন।
তৃতীয় তালিকায় রয়েছেন সরফরাজ খান। দীর্ঘ দিন ব্রাত্য থাকার পরে গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধেই টেস্ট সিরিজে অভিষেক হয়েছিল সরফরাজ়ের। খুব একটা খারাপ খেলেননি তিনি। ইংল্যান্ড সফরে ভারতের মিডল অর্ডারে খেলার দৌড়ে রয়েছেন তিনিও। কিন্তু বিদেশের মাটিতে খেলার অভিজ্ঞতা তাঁর নেই। ফলে তাঁর থেকে এগিয়ে করুণ এবংত রাহুল।
দেবদত্ত পাডিকল বা রজত পাতিদারও ভারতের টেস্ট দলে মিডল অর্ডারে খেলেছেন। তবে তাঁদের সাফল্য খুব একটা বেশি নয়। ফলে তাঁদের সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই। ধ্রুব জুরেলও টেস্ট দলে খেলেছেন। তবে ঋষভ পন্থ ও রাহুল থাকায় ইংল্যান্ড সফরে তাঁর খেলার সম্ভাবনাও কম।