• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

শুভমানের আউট নিয়ে বিতর্ক তুঙ্গে

ক্ষুব্ধ প্রাক্তনরা। 

 স্কট বোল্যান্ডের বলে স্লিপে ক্যামেরুন গ্রিনের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন ফর্মে থাকা শুভমান গিল। ৪১ রানের মাথায় গিলের সেই উইকেটে ছন্দ নষ্ট হয়ে গেল ভারতীয় দলের।

কিন্তু প্রশ্ন হল গিল কি সত্যিই আউট ছিলেন? কারণ ক্যামেরুন গ্রিন সঠিকভাবে শুভমানের ক্যাচ নিয়েছেন কিনা, সেটা সম্ভবত হলফ করে তিনিও বলতে পারবেন না। বোল্যান্ডের বলে স্লিপে ক্যাচ ওঠার পর সেটিকে ঝাঁপিয়ে লুফে নেন গ্রিন। কিন্তু সঠিকভাবে তিনি ক্যাচ লুফেছেন নাকি তার আগেই সেটি মাটি ছুঁয়ে গিয়েছে, সেটা মাঠের আম্পায়ার বুঝতে পারেননি। তিনি সিদ্ধান্তের ভার দেন থার্ড আম্পায়রের কাঁধে। টেলিভিশন রিপ্লে-তে দেখে মনে হয়েছে গ্রিন বল স্পষ্টভাবে নিয়ন্ত্রণে আনার আগেই সেটি মাটি ছুঁয়েছে। অন্তত সামনের দিকে থেকে তেমনটাই মনে হয়েছে। আবার উলটো দিকের রিপ্লে দেখে মনে হয়েছে হয়তো বল মাটিতে ছোঁয়ার সময় গ্রিনের দুটি আঙুল বলের নিচে ছিল। কিন্তু কোনওভাবেই সেটা থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে না যে ক্যাচটি সঠিক ছিল। কিন্তু বারবার দেখার পরও সেটিকে আউট দেন। গিলকে ‘বেনিফিট অফ ডাউট’ও দেওয়া হয়নি।

     

বিজ্ঞাপন

Goto Top