• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

কিউইদের ম্যাচ সোনি পিকচার্সে

চুক্তি সাত বছরের। 

 

সোনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়া (এসপিএনআইভারতে আগামী সাত বছরের জন্য  নিউজিল্যান্ড ক্রিকেট দলের  টিভি ডিজিটাল সম্প্রচার স্ট্রিমিং সত্ত্ব পেতে চলেছে এর ফলে 'ব্ল্যাকক্যাপস' 'হোয়াইট ফার্নস'-এর যাবতীয় ম্যাচের সম্প্রচার এবং স্ট্রিমিং ভারতের বিভিন্ন প্রান্তে ক্রিকেটপ্রেমীরা উপভোগ করবেন  সোনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়া (এসপিএনআই)- হাত ধরে

চুক্তির মেয়াদ মে ২০২৪ সাল থেকে ৩০ এপ্রিল ২০৩১ সাল পর্যন্ত যার মধ্যে থাকবে ২০২৬-২৭ এবং ২০৩০-৩১ মরশুমে ভারতীয় ক্রিকেট দলের  নিউজিল্যান্ড সফর এবং নিউজিল্যান্ডের মাটিতে নির্ধারিত সাত বছর সময়ে যাবতীয় দ্বিপাক্ষিক টেস্ট. ওয়ান ডে টি-টোয়েন্টি ম্যাচ এই সব ম্যাচ সম্প্রচার স্ট্রিমিং হবে এসপিএনআই চ্যানেল এবং সোনি লিভ অ্যাপে  ভারতীয় উপমহাদেশের ক্রিকেট ভক্তেরা ২০৩১ সালে এই চুক্তি শেষ না হওয়া পর্যন্ত ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং পাকিস্তানের বিরুদ্ধে  'ব্ল্যাক ক্যাপস'-এর দুর্দান্ত সব সিরিজ উপভোগ করবেন

 সোনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর সিইও এনপি সিং এই চুক্তি প্রসঙ্গে বলেন, ‍‘আনন্দের সঙ্গে জানাচ্ছি নিউজিল্যান্ড ক্রিকেটের সঙ্গে যৌথ ভাবে হাতে হাত ধরে এগোব আমরা ব্যতিক্রমী ক্রীড়ানৈপুণ্য শক্তির জন্য নিউজিল্যান্ড গোটা বিশ্বে জনপ্রিয় গোটা বিশ্বের সম্ভ্রম জাগানো ক্রিকেট দল নিউজিল্যান্ডের এই ক্রিকেট দল ভারতে তার আবেগপূর্ণ সমর্থকদের সঙ্গে বন্ধন দৃঢ় করার এই দায়িত্ব পেয়ে আমরা এগিয়ে চলার নতুন প্রেরণা পাচ্ছি’  চেয়ার অব নিউজিল্যান্ড ক্রিকেটের  ডায়ানা পুকেটাপু-লিন্ডন বলেন, ‍‘দুই সংস্থার কাছেই এটা দারুণ ব্যাপার বিশ্বমানের ক্রীড়া সম্প্রচার সংস্থা সোনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়া ভারতে অন্যতম জনপ্রিয় এই জোট আরও দৃঢ় হওয়ার আশায় রয়েছি আমরা।’

 

 

 

     

বিজ্ঞাপন

Goto Top