• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

বিরাটের অবসর চমকে দিয়েছে : সৌরভ

রোহিতের অবসর নিয়ে মুখ খুললেন ভারতের অন্যতম সেরা অধিনায়ক।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বেশ কয়েকদিনের জন্য স্থগিত রাখা হয়েছিল। এর মাঝেই ভারতীয় ক্রিকেটে জোড়া ধাক্কা। টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। এখানেই শেষ নয়। রোহিতের পর বিরাট কোহলিও একই সিদ্ধান্ত নেন। একসঙ্গে দুই কিংবদন্তির সরে যাওয়া ভারতীয় টেস্ট দলে বিরাট শূন্যতা তৈরি করেছে। রোহিতের অবসরে টেস্ট ক্যাপ্টেন্সি কাকে দেওয়া হবে, এই নিয়ে দীর্ঘ ভাবনা চিন্তা। তেমনই বিরাটের জায়গায় চার নম্বরে কে? এমন নানা প্রশ্নের মাঝে, দুই তারকার অবসর নিয়ে মুখ খুললেন ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
রোহিত ও বিরাট কোহলির টেস্ট অবসর প্রসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘খেলা ছাড়াটা তো নিজের ইচ্ছে। বিরাট-রোহিত দু-জনেই নিজের ইচ্ছেতে খেলা ছেড়েছে। দু-জনেরই দুর্দান্ত কেরিয়ার। টেস্টের কথা বললে বিরাট কোহলির অবিশ্বাস্য কেরিয়ার। তেমনই রোহিতেরও।’ মহারাজের কথা শুনেই মনে হচ্ছিল, তাঁরও মন খারাপ। হবে নাই বা কেন। রোহিত শর্মাকে তিনিই ক্যাপ্টেন হিসাবে তুলে ধরেছিলেন। অন্য দিকে, বিরাটের উত্থানও তিনি কাছ থেকে দেখেছেন।
পরবর্তী টেস্ট ক্যাপ্টেন কে হতে পারেন? অনেকেই এগিয়ে রেখেছেন শুভমন গিলকে। সৌরভ সরাসরি কারও নাম না বললেও ক্যাপ্টেন্সি প্রসঙ্গ নিজের মত দিয়েছেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথায়, ‘নির্বাচকরা যেটা ভালো বুঝবে, সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবে। ক্যাপ্টেন্সির ক্ষেত্রে অনেক কিছুই ভাবতে হবে। দীর্ঘমেয়াদী ভাবনা। অনেকে বুমরার কথাও বলছে। ওর চোট নিয়ে ভাবনা রয়েছে। সব কিছু মিলিয়েই ভাবতে হবে।’
রোহিত শর্মার টেস্ট অবসরে তিনি হয়তো ততটা বিস্মিত নন। তবে বিরাটের অবসর! এমন একটা সময়ে, যেখানে বিরাট কোহলি দুর্দান্ত ছন্দে। ইংল্যান্ড সফরের জন্য ভাবনা চিন্তাও শুরু করেছিলেন। রঞ্জি ট্রফিতে খেলেছেন। আইপিএলে ভালো ব্যাটিং করছেন। বিরাটের অবসরে কি সারপ্রাইজ? সৌরভ বলেন, ‘অবশ্যই। ও দুর্দান্ত ছন্দে রয়েছে। আমাকে তো চমকে দিয়েইছে।’

     

বিজ্ঞাপন

Goto Top