• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

টেস্টে রানে ফিরতে রোহিতকে পরামর্শ সৌরভের

ইংল্যান্ডে ভালো কিছুর আশায় মহারাজ। 

এর আগেও অধিনায়ক রোহিত শর্মাকে পরামর্শ দিয়েছেন। ফের রোহিতকে পরামর্শ দিলেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার টেস্ট ক্রিকেটে কীভাবে রান করতে হবে তার টোটকা বাতলে দিলেন মহারাজ।
অস্ট্রেলিয়া সিরিজে প্রমাণ পাওয়া গিয়েছে রোহিতের ব্যাটে খরা। সামনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। সেখানে কী ফর্মে ফিরতে পারবেন হিটম্যান? সেই বিষয়ে রোহিতকে পরামর্শ দিলেন সৌরভ। সাম্প্রতিক সময়ে জোর চর্চা চলেছে রোহিত টেস্ট দলে আর সুযোগ পাবেন কি না? তিনি নিজে অবশ্য অবসরের জল্পনা উড়িয়ে দিয়েছেন। তবে যদি ইংল্যান্ডের মাটিতে পাঁচ টেস্টের সিরিজে সুযোগও পান সেটা হবে অগ্নিপরীক্ষা। তার ওপর নির্ভর করবে রোহিতের টেস্ট ভাগ্য। সেটা মনে করিয়ে দিচ্ছেন সৌরভও।
সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমাকে গত ৪-৫ বছরে একটা বিষয় খুব অবাক করেছে। রোহিতের যা প্রতিভা, তাতে ওর আরও ভালো করা উচিত ছিল। সামনের ইংল্যান্ড সিরিজ নিয়ে ওর ভাবনাচিন্তা করা উচিত। অস্ট্রেলিয়া সফরের মতো এটাও কঠিন হবে। সাদা বলে ও সেরাদের মধ্যে অন্যতম। কিন্তু লাল বলেও পারফর্ম করতে হবে।’
সেই সঙ্গে বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি বলেন, ‘আমি সব সময় বলেছি রোহিত দারুণ অধিনায়ক। আমি নিজে অধিনায়ক ছিলাম, ফলে নেতৃত্বের গুণ দেখলে বুঝতে পারি। আমি জানি না ও টেস্ট ক্রিকেট কতদিন খেলবে। তবে যদি আমার কথা রোহিতের কাছে পৌঁছয়, তাহলে বলব এবার ওর লাল বলের ক্রিকেটের পরিস্থিতি বদলানোর দায়িত্ব নেওয়া উচিত। ভারত এই মুহূর্তে টেস্টে ভালো খেলতে পারছে না। তাই ইংল্যান্ডে ভালো কিছু করার রাস্তা খুঁজে বের করতে হবে।’

     

বিজ্ঞাপন

Goto Top