• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

বিরাটই জানে কেন টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়েছিল, বলছেন সৌরভ

ফের উত্তাল ভারতীয় ক্রিকেট। 

 বিরাট কোহলির সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সম্পর্ক 'ভালো না'। বিরাটের অধিনায়কত্ব ছাড়ার থেকেই এই তিক্ততা। সাংবাদিকদের প্রশ্নের মুখে এই ইস্যুতে বিরাট কার্যত সৌরভরে ঘাড়েই দোষ চাপিয়েছিলেন।

এক সাক্ষাতকারে সৌরভ দাবি করেন, বিসিসিআই কখনওই চায়নি যে বিরাট কোহলি টেস্টের অধিনায়ত্ব ছাড়ুক। সৌরভ বলেন, 'বিরাট কোহলি যে অধিনায়কত্ব ছেড়ে দেবে, তার জন্য তৈরি ছিল না বিসিসিআই। দক্ষিণ আফ্রিকার সফররের পর এমনটা যে ঘটবে, কেউ ভাবেনি। বিরাট একাই জানে কেন ও টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়েছিল। এটা নিয়ে কোনও কথা হয়নি। এর মাঝে বিরাট টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দেয়। এদিকে নির্বাচকদের কাউকে তো অধিনায়ক পদে নিয়োগ করতে হবে। সেই সময় রোহিত শর্মাই সেরা বিকল্প ছিল। তাই তাঁকেই অধিনায়ক করা হয়।' 

     

বিজ্ঞাপন

Goto Top