মহারাজের স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কোনও বিষয় নেই।
করোনা আক্রান্ত বিসিসিআই সভাপতি তথা প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
মঙ্গলবার সকালেই মহারাজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানা যায়। তবে সোমবার রাতেই অসুস্থতার কারণে তাঁকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। শোনা যাচ্ছে তাঁর ভাইরাল লোড ১৯.৫।
কয়েকদিন ধরে হালকা সর্দি কাশিতে ভুগছিলেন সৌরভ। এরপরেই তাঁর করোনা পরীক্ষা করা হলে, রিপোর্ট পজিটিভ আসে। সেই কারনে বিসিসিআই সভাপতিকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। তবে করোনা আক্রান্ত হলেও সৌরভের স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কোনও বিষয় নেই বলে জানা গিয়েছে।