সানদের ৫ উইকেটে হারিয়ে দিল লখনউ।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ১৯০ রান তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু নিকোলাস পুরানের মারকাটারি ব্যাটিংয়ে হেলায় সেই রান তুলে দিল লখনউ। সানদের ৫ উইকেটে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেল পন্থ ব্রিগেড।
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ঋষভ পন্থ। ট্রাভিস হেড (২৮ বলে ৪৭), নীতীশ রেড্ডি (৩৬) ও অনিকেত বর্মা (৩৬) কিছুটা রান করেন। দলগত ব্যাটিংয়ের জেরে ৯ উইকেটে ১৯০ রান তোলেন সানরা।
জবাবে শুরুতেই মার্করামের উইকেট খোয়ানোর পরই শুরু হয় পুরান ঝড়। মাত্র ২৬ বলে ৭০ রানের বিধ্বংসী ইনিংস খেলে যান পুরান। তিনি যখন আউট হন, তখন লখনউয়ের স্কোর ৮.৪ ওভারে ১২০। ৩১ বলে ৫২ রান করেন মিচেল মার্শ। তবে ব্যর্থ ২৭ কোটির পন্থ। শেষ পর্যন্ত মিলার ও আবদুল সামাদ ২৩ বল বাকি থাকতে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন।