• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

টি-টোয়েন্টিতে পরিসংখ্যান কথা বলে অধিনায়ক কোহলির হয়ে

টি-টোয়েন্টিতে ভারতের হয়ে ৪৫টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন কোহলি। তার মধ্যে জয় ২৭টিতে। হার ১৪টি। দু’টি টাই ম্যাচ। বাকি দু’টিতে কোনও রেজাল্ট হয়নি।

বৃহস্পতিবারেই জানিয়ে দিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই এই ফর্ম্যাটে ভারতীয় ক্রিকেট দলের নেতৃত্ব তিনি দেবেন না। টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি বিরাট কোহলি খেলবেন ব্যাটসম্যান হিসেবে। কিন্তু সত্যিই কি ক্যাপ্টেন কোহলি টি-টোয়েন্টি ক্রিকেটের একজন ব্যর্থ অধিনায়ক? পরিসংখ্যান কিন্তু সে কথা বলছে না।

টি-টোয়েন্টিতে ভারতীয় দলের অধিনায়কত্ব যখন ছাড়বেন তখন গত পাঁচ বছরে টি-টোয়েন্টি ক্রিকেটে কমপক্ষে ৫০ ম্যাচে ভারতের নেতৃত্ব দিয়ে ফেলবেন বিরাট। টি-টোয়েন্টি ক্রিকেটে সব চেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন বর্তমানে ভারতীয় টি-টোয়েন্টি দলের মেন্টর মহেন্দ্র সিং ধোনি। তিনি নেতৃত্ব দিয়েছেন ৭২ ম্যাচে। তালিকায় তিনিই এক নম্বরে। সেখানে বিরাট ৪৫ ম্যাচে নেতৃত্ব দিয়ে রয়েছেন আট নম্বরে। টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষে যখন অধিনায়কত্ব ছাড়বেন, তখন হয়ত সাত নম্বরে চলে আসতে পারেন। টি-টোয়েন্টিতে গত দু’বছরে পাঁচটি দ্বিপাক্ষিক সিরিজ জিতেছেন অধিনায়ক হিসেবে। যার সূচনা ২০১৯ সালের ডিসেম্বর মাস থেকে। সে বার ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ হারিয়েছিল কোহলির ভারত। ২০২১ সালের মার্চ মাসে ইংল্যান্ডকে ৩-২ হারায় ভারত। এ ছাড়াও রয়েছে ২০২০ সালে নিউজিল্যান্ডে ২-০ সিরিজ জয়, ২০২০ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩-২ জয়।

এ ছাড়াও বিরাটের নেতৃত্বে ২০১৯ সালের ফেব্রুয়ারি মাস থেকে ২০২১ সালের মার্চ মাস পর্যন্ত কোনও টি-টোয়েন্টি সিরিজে হারেনি ভারত। গত দু’বছরে প্রথম টি-টোয়েন্টি সিরিজ হেরেছে সম্প্রতি শ্রীলঙ্কায় সেই দেশের বিরুদ্ধে। যেখানে ভারতে ১-২ হারের সিরিজে অধিনায়ক বিরাট ছিলেন না। দলের দায়িত্বে ছিলেন শিখর ধাওয়ান।

কোহলি জমানায় ভারত ১৭টি টি-টোয়েন্টি সিরিজের মধ্যে জিতেছে ১২টি। হেরেছে দু’টো এবং ড্র করেছে ৩টি সিরিজ। বিরাটের নেতৃত্বেই টি-টোয়েন্টি ক্রিকেটে সব চেয়ে বেশি রানের ব্যবধানে জিতেছিল টিম ইন্ডিয়া। সেটা ২০১৮ সালের জুন মাস। ডাবলিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১৪৩ রানে জিতেছিল ভারত। ২০১৯ সালের ডিসেম্বর মাস থেকে ২০২০ সালের ডিসেম্বর মাস পর্যন্ত ১১ ম্যাচ টি-টোয়েন্টিতে বিরাটের অধিনায়কত্বে হারেনি ভারত।

ওয়ান ডে ও টি-টোয়েন্টি মিশিয়ে ২০৫ ম্যাচে ভারতের অধিনায়কত্ব করেছেন কোহলি। এবং সেখানেও তিনি রয়েছেন সেই আট নম্বরে। টি-টোয়েন্টিতে ভারতের হয়ে ৪৫টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন কোহলি। তার মধ্যে জয় ২৭টিতে। হার ১৪টি। দু’টি টাই ম্যাচ। বাকি দু’টিতে কোনও রেজাল্ট হয়নি। সব মিলিয়ে পরিসংখ্যানের দিক দিয়ে বিচার করলে টি-টোয়েন্টি ক্রিকেটে কোহলিকে সফলই বলতে হবে।

     

বিজ্ঞাপন

Goto Top