আরও সাফল্য চান।
আইপিএল ২০১৮-এ তার অভিষেক হয়। ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে গিলের ব্যাট থেকে মোট ৪৭টি ছক্কা এসেছে। এই মরশুমে একাই ৩৩টি মেরেছেন তিনি। এর আগে একটি মরশুমে, তিনি ২০২১ সালে কেকেআরের হয়ে সর্বোচ্চ ১২টি ছক্কা মেরেছিলেন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে ১০টি ছক্কা হাঁকান গিল। শুভমান গিল প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়ে বলেন, ‘আমার কাছে এটা প্রতিটা বল খেলা, ওভার টু ওভার খেলা। যে ওভারে আমি তিনটি ছক্কা মেরেছি সেই ওভারটি আমাকে বড় খেলার গতি দিয়েছে। তখনই বুঝলাম এটা আমার দিন হতে পারে। ব্যাট করার জন্যও এটি একটি ভালো উইকেট ছিল।’
গিল আরও বলেন, ‘সচেতন সিদ্ধান্ত নয়, আপনি ব্যাটার হিসাবে আবিষ্কার করতে থাকেন তবে আমার কাছে বিশ্বাসটি আরও গুরুত্বপূর্ণ। আমি একটি ভালো আন্তর্জাতিক মরশুমও খেলেছি। গতবারও ভালো মরশুম কেটেছে। আমি যখন ভালো শুরু করি, তখন আমি আত্মবিশ্বাস বোধ করি যে আমি ভালো স্কোর করতে পারব।’