চর্চায় গিলও।
প্রিয় ক্রিকেটার দ্রুত ফেরায় হতাশ ছিলেন সমর্থকরা। টিভির পর্দায় দেখা যায় আউটের পর খেতে খেতে খোশগল্প করছেন বিরাট। এতেই রেগে খাপ্পা নেটিজেনরা।তখন ৮৪ রানে ৪টে উইকেট খুইয়ে ফেলেছে ভারত। ক্রিজে লড়ছেন অজিঙ্ক রাহানে ও রবীন্দ্র জাডেজা।
এমন সময় টিভি ক্যামেরা ঘুরে যায় ড্রেসিংরুমের দিকে। দেখা যায়, প্লেট হাতে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছেন বিরাট। তাঁকে ঘিরে ঈশান কিষাণ, শুভমন গিল এবং ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর। খাওয়ার পাশাপাশি গল্প করছিলেন ঈশান, শুভমনদের সঙ্গে গল্প করছিলেন বিরাট। এই দৃশ্য কট্টর ভারতীয় সমর্থকদের মনে ‘ঝড়’ তুলে দিয়েছে। খাবারের প্লেট হাতে খোশগল্প, কোহলির উপর চটে লাল সমর্থকরা!বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ধুঁকছে ভারত। প্রথম ইনিংসে মাত্র ১৫১ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলেছে দল। টপ অর্ডার মুখ থুবড়ে পড়েছে। এখনও পিছিয়ে ৩১৮ রানে।