ক্রিকেট অস্ট্রেলিয়া এবং আইসিসিও শোকবার্তা।
শেন ওয়ার্নের পর অ্যান্ড্রু সাইমন্ডস।মাত্র ৪৬ বছর বয়সে চলে গেলেন অস্ট্রেলিয়ার এই প্রাক্তন অলরাউন্ডার।রবিবার ভোর রাতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এই প্রাক্তন অজি তারকার।সাইমন্ডসের অকালপ্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব।
সাইমন্ডসের অকাল মৃত্যুতে শোকাহত ক্রিকেট বিশ্ব। শোকবার্তা জানিয়েছেন সতীর্থ অ্যাডাম গিলক্রিস্ট, মাইকেল বেভান, জেসন গিলেসপিরা। ক্রিকেট অস্ট্রেলিয়া এবং আইসিসিও শোকবার্তা জানিয়েছে। জানা গিয়েছে রবিবার স্থানীয় সময় রাত ১১টা নাগাদ অস্ট্রেলিয়ার টাউন্সভিলে দুর্ঘটনাগটি ঘটে। হার্ভে রেঞ্জ রোডের উপর দিয়ে যাওয়ার সময় অ্যালিস রিভার ব্রিজের কাছে বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় সাইমন্ডসের গাড়ি। সাইমন্ডস এবং তাঁর এক সহযাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।
অস্ট্রেলিয়ার হয়ে ২৬টি টেস্ট, ১৯৮টি একদিনের ম্যাচ এবং ১৪টি টি-টোয়েন্টি খেলেছেন সাইমন্ডস। সাইমন্ডসের নামের পাশে আজ রেকর্ডের ফুলঝুরি নেই। তার অন্যতম কারণ সম্ভবত তাঁর শৃঙ্খলাহীন জীবনশৈলী আর বিতর্কে জড়ানোর প্রবণতা। দেড় দশকের ক্রিকেট কেরিয়ারে বিতর্ক পিছু ছাড়েনি সাইমন্ডসের। এই বিতর্কে্র জন্যও স্মরণীয় হয়ে থাকবেন এই প্রাক্তন অজি তারকা।